স্থানীয় সংবাদ

যশোরে স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকিদাতা কারাগারে

যশোর ব্যুরো ঃ যশোরে স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকিদাতা সেই রবিউলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। স্ত্রীর করা যৌতুকের মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রবিউল যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দারতলা গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তার স্ত্রী পুরাতন কসবা এলাকার আফসানা আফরোজ ইয়াসমিন যৌতুকলোভী রবিউলের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এরপর ক্ষিপ্ত হয়ে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন রবিউল। এ ঘটনায় থানায় জিডি করা হয়। বিষয়টি আদালতের নজরে আসায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী মামলায় উল্লেখ করেন, পারিবারিকভাবে বাদীর সঙ্গে রবিউলের বিয়ে ঠিক হয়। এ সময় ১০ লাখ টাকা যৌতুক দাবি করে রবিউল। পরে পরিবারের কাছে ভুল স্বীকার করে যৌতুক না নেওয়ার শর্তে ২০২১ সালের ৮ অক্টোবর রবিউলের সঙ্গে সাড়ে তিন লাখ টাকায় দেনমোহরে বিয়ে হয় আফরোজ ইয়াসমিনের। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সেই ১০ লাখ টাকার জন্য চাপ দিতে থাকে রবিউল। দাবি করে একটি নেট কারখানা করে দিতে হবে। বাধ্য হয়ে বাদীর বাবা নিজেদের জমিতে সাড়ে চার লাখ টাকা খরচ করে একটি কারখানা করে দেন। কয়েক দিন পর বাকি আরও সাড়ে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আফরোজ ইয়াসমিনকে মারপিট শুরু করে। টাকা না দেওয়ায় গত বছরের ১৫ নভেম্বর ইয়াসমিনকে বাড়ি থেকে তাড়িয়ে দেন রবিউল। সর্বশেষ চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রবিউলের সঙ্গে মেয়ের পরিবারের কথা হয়। রবিউল সাফ জানিয়ে দেন তিনি সাড়ে পাঁচ লাখ টাকা যৌতুক না দিলে ইয়াসমিনের সঙ্গে আর সংসার করবেন না। বাধ্য হয়ে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি লিগ্যাল এইডের সহযোগিতায় আদালতে মামলা করেন।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী কামরুন নাহার কনা বলেন, অসহায় পরিবারটি লিগ্যাল এইডের সহযোগিতায় মামলা করে। বিচারক সমন জারির আদেশ দেন। গত ২৯ জুন রবিউল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। বিচারক মীমাংসার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। কিন্তু রবিউল বাদীর সঙ্গে মীমাংসা করেন না। জামিন পেয়ে তিনি স্ত্রীকে তালাক দেন। একই সঙ্গে আদালতে পাল্টা দুইটি মামলা করেন। শুধুই তা না, স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে রবিউল আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন জানান। অন্যদিকে, আমরা বিচারককে রবিউলের এসব কুকর্মের বিষয়টি অবহিত করি। আদালত অভিযোগ আমলে নিয়ে রবিউলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় স্ত্রী আফরোজ ইয়াসমিন অভিযোগ করেন, রবিউল এর আগেও শংকরপুরের সালমা নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন। তার কাছ থেকেও একই ভাবে যৌতুকের জন্য মারপিট করে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের বিষয়টি গোপন করেই তাকে বিয়ে করেছিলেন রবিউল। বিয়ের পর ধীরে ধীরে এসব তথ্য তিনি জানতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button