সবুজ আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধার একসূত্রে গাঁথা: শফিকুল আলম মনা

# বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন #
স্টাফ রিপোর্টার ঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ হুমকি থেকে দেশ ও জনগণকে বাঁচাতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এই সবুজ আন্দোলনকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের সাথে একীভূত করেই আমরা একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সোমবার (৪ আগস্ট) সকালে খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এ কথা বলেন। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ন, নির্বিচারে বৃক্ষনিধন এবং পরিবেশ বিধ্বংসী কর্মকা-ের কারণে আমাদের প্রিয় খুলনা শহরসহ সারাদেশ আজ ভয়াবহ হুমকির মুখে। যখন উন্নয়নের নামে বন ও প্রকৃতি ধ্বংস করা হচ্ছে, যখন ক্ষমতাসীনদের ব্যর্থতায় দেশের পরিবেশ বিপর্যস্ত, তখন বিএনপি সাধারণ মানুষকে সাথে নিয়ে সবুজের বার্তা ছড়িয়ে দিতে চায়। আমরা কেবল ক্ষমতার রাজনীতি করি না, আমরা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর শাসনামলে ‘খাল খনন কর্মসূচি’র মাধ্যমে এই দেশকে সবুজে ও সম্পদে ভরিয়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তিনি বুঝেছিলেন, দেশের উন্নয়ন মানে শুধু দালানকোঠা নির্মাণ নয়, দেশের মাটি ও মানুষকে ভালোবাসা। দলের নেতাকর্মীসহ সকল নাগরিককে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করে মনা বলেন, একটি গাছ মানে একটি অক্সিজেনের ফ্যাক্টরি, একটি গাছ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ আশ্রয়। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণ করি এবং সেটির যতœ নিই। এই সংগ্রাম শুধু পরিবেশ রক্ষার সংগ্রাম নয়, এই সংগ্রাম দেশের মানুষকে বাঁচানোর সংগ্রাম। ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম নুরুল আলম দিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক নেতা ডঃ রফিকুল ইসলাম বাবলু এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু। এ সময় আরও উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুল সরদার, শহিদুল ইসলাম, শাহরুজ্জামান মুকুল, মোঃ আলী হোসেন সানা, ইকবাল হোসেন বাবু কাজী, সুলতানা রহমান, রোমানা ন্যান্সি, নজরুল ইসলাম নান্না, মোঃ রফিকুল ইসলাম, মোঃ এবাদুল ইসলাম, শুকুর চৌধুরী, আঞ্জুমান, মোহাম্মদ হানিফ প্রমুখ।