স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জুলাই গন-অভ্যুত্থান দিবস পালন

প্রবাহ ডেস্ক
বিভিন্ন স্থানে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২৫ পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় কয়রা সদরে এই বিজয় র‌্যালি শেষে কপোতাক্ষ কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কয়রার বিএনপির নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন এফ এম মনিরুজ্জামান মনি, শেখ হারুন অর রশিদ, ডিএম নুরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, সরদার মতিয়ার রহমান, আরিফুল হক ছানা, আঃ সামাদ, হাফিজুর রহমান, এস এম আঃ রহিম, জিএম রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু গাজী সিরাজুল ইসলাম, মঞ্জুর মোর্শেদ, আবুল বাশার ডাবলু, ডাঃ নুর ইসলাম খোকন প্রমুখ। অপরদিকে কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক কামাল হোসেন, ছাত্র অধিকার পরিষদের মোঃ বিল্লাল হোসেন, কয়রা উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, শিক্ষার্থী মোঃ শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী।
পাইকগাছা
মঙ্গলবার বিকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত শহীদ মিনারের সমাবেশে প্রধান খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টুএ উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক এবং যুগ্ম আহবায়ক আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী, পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, বিএনপি নেতা এ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, শাহাদাত হোসেন ডাবলু, শামসুল আলম পিন্টু, সুলতান মাহমুদ, শেখ ইমাদুল ইসলাম, তৌহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা আবু তালেব, এডভোকেট একরামুল হক বিশ্বাস, শেখ বেনজির আহমেদ লাল, সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও এসএম মোহর আলী সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা -৬ আসনের দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে এদেশের ছাত্র জনতা। স্বাধীনতা পরবর্তী কোন গণতান্ত্রিক আন্দোলনে এত আত্মত্যাগের নজির নেই উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় এ নেতা বলেন জুলাই গণঅভ্যুত্থান সংগ্রামের ইতিহাস চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই আত্মত্যাগ গনতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের মতো তাদের ও ভয়ংকর পরিণতি হবে। তিনি বলেন আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ব্যাপারে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পাশে থাকার জন্য পাইকগাছা কয়রা সহ দেশবাসীর প্রতি আহবান জানান। তিনি মঙ্গলবার বিকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, এডভোকেট আব্দুল মজিদ, মাওলানা বুলবুল ইসলাম, মাওলানা স ম আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, মাওলানা আব্দুর রহিম, নুরে আলম সিদ্দিকী, প্রভাষক আব্দুল মোমিন সানা, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু জার গিফারী, মুজাহিদুল ইসলাম, তামিম রায়হান ও আব্দুল্লাহ আল মামুন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। র‌্যালিটি থানা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া মঙ্গলবার সকালে চাঁদখালী ও শ্রীকন্ঠপুর দুই জুলাই শহীদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান, ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, জুলাই আহত যোদ্ধা রজব আলী গাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, প্রভাষক আবু সাঈদ, এনসিপি’র উপজেলা সমন্বয়ক হাফিজ বিন আমিন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষার্থী অহনা রহমান, সাজিদুর রহমান ও তুরানি আক্তার রাসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা ও এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে হতাহত ছাত্র জনতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া
আনন্দ র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সব কর্মসূচীর আয়োজন করা হয়। এরমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট বেলা সাড়ে ১০টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সম্প্রসারিত ভবন হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল কবির, মৎস্য অফিসার মোঃ জিল্লুর রহমান রিগানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও জনপ্রতিনিধিরা। তারপর বিকেলে উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথক ভাবে আনন্দ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। ৫ আগষ্ট মঙ্গলবার বিকেল ৪টার দিকে অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে জড়ো হন কাঁচামাল আড়ৎ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে। এরপর জেলা বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, জেলা বিএনপি নেতা জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, শেখ হাফিজুর রহমান, মোল্ল্যা মাহাবুর রহমান, কৃষক দলের মোল্ল্রা কবির হোসেন, শ্রসিক দলের খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন, জিএম মিজানুর রহমান মিল্টন, খান আছাদুজ্জামান মিন্টু, এফ এম গোলাম সরোয়ার প্রমুখ। সমাবেশ শেষে একটি আনন্দ র‌্যালী বের হয়। এছাড়া দিবসটিকে ঘিরে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা মডেল মসজিদ চত্ত্বরে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা মুখতার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা ইমরান হুসাইন, জেলা সেক্রেটারী মিজানুর রহমান. মুন্সী মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুছ, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লা, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, সহ সেক্রেটারী আব্দুর রশিদ বিশ্বাস, জামায়াত নেতা শেখ মোসলেম উদ্দিন, সদর আমীর আব্দুল গণি খান, আব্দুর রশিদ আল আজাদ, আব্দুল হাকিম মোড়ল, আব্দুল হান্নান, শেখ আবুল হোসেন, হাফেজ মতিয়ার রহমান, মাওলানা আব্দুল হালিম, খান আবুল বাশার, মোঃ আলমগীর হোসেন, ছাত্র শিবিরের মোঃ বিল্লাল হুসাইন, আবু তাহের, ইয়াছিন সরদার, জাহিদুল ইসলাম, মোঃ আতিয়ার হোসেন, আফজাল হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। এরপর ইসলামী আন্দোলন ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী বের হয়।
অভয়নগর
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ওসি মোঃ আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, হেফাজতে ইসলাম অভয়নগর শাখার সভাপতি মাওলানা গোলাম মাওলা, সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, ইসলামী আন্দোলনের নেতা আক্তার উদ্দিন পলাশ, খেলাফত মজলিশের নেতা মাওলানা জাকারিয়া হোসেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ফেরদাউস, রাকিব পাটোয়ারী, মেহেদী হাসান, মিয়াম হোসেন, অর্পা প্রমুখ। আলোচনা সভা শেষে আন্দোলনে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অপরদিকে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বছর পূর্তি উপলক্ষে সমাবেশ ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, বিএনপি নেতা লিপু মোগল, সরোয়ার মোস্তাফিজ মিলন, শাহ জোবায়ের প্রমুখ। সমাবেশ শেষে দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বিজয় র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অভিজিৎ মল্লিক, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল সুমি আক্তার, বিআরডিবি কর্মকর্তাশিরিন সুলতানা প্রমুখ। অপরদিকে দিবসটি উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম। উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ তৈয়বুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা মোঃ সুলতান মাহমুদ ও জিএম রফিকুল হাসান।
বাগেরহাট
পৃথক পৃথক র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২৫ পালন করা হয়েছে। নতুন এ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে দিনে কর্মসূচী শুরু করে জেলা প্রশাসন। পরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করাসহ র‌্যালীা ও স্থানীয় স্বাধীনতা উদ্যোনে আলোচনা সভা করা হয়। এ কর্মসুচীতে বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার তৌহিদ আরিফসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বেলা ১১টায় ছাত্রশিবিরের আয়োজনে শহরের রেলরোড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দশানী গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসও শহরে শোভাযাত্রা বের করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আলোচনা সভা করে। এছাড়া জেলা বিএনপি, জেলা জামায়াত, ইসলামী আন্দোলনও পৃথক ভাবে শোভাযাত্রা বের করে। এ সব আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে বিভিন্ন বয়সি শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করলেও এই আন্দোলনের শেষ দিকে সন্তানদের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলোতে নেমে এসেছিলেন অভিভাবকরাও। এতে আন্দোলনটি তখন শুধু আর শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শিক্ষার্থীদের শুরু করা আন্দোলন ছড়িয়ে পড়ে অফিসগামী বাবা ও গৃহিণী মায়েদের মধ্যেও। অভিভাবকদের বেশির ভাগই সন্তানের নিরাপত্তার কথা ভেবে ঘরের বাইরে বেরিয়ে এলেও আন্দোলনের শেষের দিকে সন্তানের সঙ্গে সেøাগানে গলা মেলান বাবা-মায়েরাও।
দিঘলিয়া
দিবসটি উপলক্ষে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে পথেরবাজার মান্দালের বটতলা মোড়ে পথসভায় নেতৃবৃন্দ এ সব কথা বলেন। মঙ্গলবার বাদ আসর পানিগাতী বাঁশের হাট থেকে এ বিশাল মিছিলটি শুরু হয় এবং পথের বাজার বটগাছের মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্টান্ট সেক্রেটারি মুহাঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মুহা মুজাহিদুল ইসলাম, মুহাঃ সাইফুল্লাহ মানসুর, মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, মুহাঃ শওকত আকবর, মুহাঃ শফিকুর রহমান, মুহাঃ আঃ কাদের, দিঘলিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, তাসলিম হাসান টুটুল, মুহাঃ বদিউজ্জামাল আজাদ, আহসানুল হক হিরো, মোঃ মুরাদুর রহমান, মোল্যা খলিলুর রহমান প্রমুখ। এদিকে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খাঁন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, দিঘলিয়া ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আসাদুল্লাহ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ সাইফুল্লাহ মানসুর, বিএনপি নেতা আঃ হাই বিশ্বাস, মোহাম্মদ আলী মিন্টু প্রমুখ।
তালা
তালা উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও জামায়াত ইসলামীর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে গণমিছিল, সভা, আলোক চিত্র প্রদর্শন হয়েছে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষ্যে পৃথক পৃথক ভাবে নানান কর্মসূচী পালিত হয়। মঙ্গলবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে জাতীয় গণঅভ্যুত্থান দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার’র সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা রেজাউল ইসলাম’র সঞ্চালনায় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, তালা সরকারি কলেজের প্রভাষক নুরে আলম আকন্দ, তালা থানার ওসি মোঃ মাইনউদ্দিন, পাটকেলঘাটা থানার ওসি মোঃ শাহিনুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহামুদুল হক, তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল ইসলাম লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ প্রমুখ। বিকালে তালা উপজেলা বিএনপির এক সমাবেশ তালা বিদে হাই স্কুলের পুরাতন খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়’র সভাপতিত্বে এসময় বিএনপি নেতা অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক মোশারফ হোসেন, এম. মফিদুল হক লিটু, স.ম. ইয়াছিন উল্লাহ, মীর্জা আতিয়ার রহমান, যুবদল নেতা সাইদুর রহমান, জোয়াদ্দার ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান প্রমুখ এছাড়া একই সময়ে তালা উপজেলা জামায়াত ইসলামীর অপর এক বিশাল মিছিল তালা উপশহর প্রদক্ষিন করে। মিছিল শেষে তালা ডাকবাংলা চত্বরে জাতীয় মুক্তি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বেনাপোল
যশোর ঃ শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাড়ে ১১টার সমায় উপজেলা প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দীপক কুমার শাহ্, শার্শা থানা অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম, পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপু কুমার সাহা, শার্শা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ কুমার ভট্টাচার্য্য, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা, উপজেলা বাস্তবাযয়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু প্রমুখ।
ঝিনাইদহ
দিবসটি উপলক্ষে দুপুর ১২টার দিকে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্য্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। র‌্য্যালিটি শহর প্রদক্ষিণ করে একই জাগায় এসে শেষ হয়। র‌্যালীর পূবে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি হামিদুল ইসলাম হামিদ, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার ও আশরাফুজ্জামান লাল প্রমুখ। এদিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায়ও অনুরূপ একটি বিজয় র‌্যালীর আয়োজন করা হয়। কোটচাঁদপুর থানা ও পৌর বিএনপি আয়োজিত র‌্যালিটি মেইন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর বিএনপির কার্যালয়ের সামনে র‌্যালী উত্তর একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, থানা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহ উদ্দিন বুলবুল সিডল প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button