জুলাই পূর্নজাগরণ উপলক্ষে কৃষি ব্যাংক দৌলতপুর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন

স্টাফ রিপোর্টারঃ জুলাই পূর্নজাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক দৌলতপুর শাখার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ করা হয়। বুধবার সকালে সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঔষুধী গাছে চারা রোপন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার ও সুশাসনের জন্য নাগরিক সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন। ব্যাংক ম্যানেজার সুদীপ কুমার দে’র পরিচালনায় কর্মসূচীতে অংশ নেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার দীপক কুমার দাশ, উর্দ্ধতন কর্মকর্তা মেহেদী হাসান, কর্মকর্তা ইশতিয়াক হোসেন, দীপু মন্ডল, সিনিয়র শিক্ষক কানাই লাল বসাক, মোস্তফা ফিরোজ আহমেদ, উম্মে হাসরাত শারমিন, ফিরোজা খানম, শাহনাজ মাহমুদ, রীতেশ রঞ্জন বিশ্বাস, অর্ধেন্দু শেখর মন্ডল, জিনিয়া শারমীন, মাহিন উদ্দীন, আঃ মজিদ প্রমূখ।