স্থানীয় সংবাদ

জীবন থাকা পর্যন্ত অন্যায়-জুলুমের বিরুদ্ধে জামায়াতের লড়াই চলবে ঃ মাওলানা আবুল কালাম আজাদ

# জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কয়রা-পাইকগাছা জামায়াতের গণমিছিল #

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে জামায়াত কোন আপোস করবে না। দুর্নীতিমুক্ত একটি টেকসই গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াত। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিগত ৫৪ বছরের বঞ্চনা দুর করবে ইনশাআল্লাহ। কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। সব মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। নারী ও সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়নি। ইমানদারদের যুদ্ধ শেষ হয় না। জীবন থাকা পর্যন্ত অন্যায়-জুলুমের বিরুদ্ধে জামায়াতের লড়াই চলবে। তিনি বলেন, একটি দল মুখে বলে সংস্কার মানি কিন্তু মনে মানে না। আগামী দিনে অবৈধকাজ করার জন্যই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। তিনি বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে, দেশের সকল সেক্টরে গ্রহণযোগ্য সংস্কার করতে হবে, পতিত ফ্যাসিস্টদের গনহত্যার জন্য বিচার করতে হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে দূর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি চূড়ান্ত রূপে নির্মূল করতে হবে। মঙ্গলবার (৫ আগস্ট) খুলনা জেলার কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান। সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল হোসেন, মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দার, বাঙালি ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা হাফেজ মাওলানা আব্দুল হামিদ, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর আবু সাঈদ, বাঙালি ইউনিয়ন আমীর সাজ্জাদুল ইসলাম, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান প্রমুখ। ম্ওালানা আবুল কালাম আজাদের নেতৃত্বে গণমিছিলটি কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর অফিস মোড় থেকে শুরু হয়ে উপজেলা বাস টার্মিনাল, ইজিবাইক স্ট্যান্ড ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কয়রা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে জামায়াত কোন আপোস করবে না। স্থায়ী গণতন্ত্রের জন্য লড়াই করবে জামায়াতে ইসলামী। ট্রেডিশনাল পদ্ধতিতে মানুষের অধিকার বাস্তবায়ন হয় না, তাই পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে। তিনি বলেন, ‘ছাত্র-জনতা তাদের জীবন উৎসর্গ করেছিল ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, নব্য ফ্যাসিস্টকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য নয়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব, এবং নৈরাজ্য বেড়েই চলছে। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার। আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন।
জামায়াত-শিবিরকে যারা বাংলাদেশ ছাড়ার শ্লোগান দিচ্ছেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ কারো বাপ-দাদার সম্পত্তি নয়। এটি ১৮ কোটি মানুষের দেশ, এ দেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ। ইতিহাস থেকে শিক্ষা নিন, যারা জামায়াত-শিবিরকে বাংলা ছাড়তে বলেছিল, তারা আজ কোথায়?’ “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে ছাত্র-জনতা এক কাতারে শামিল হয়ে দুর্নীতিবাজ ও স্বৈরশাসকদের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তুলেছিল, তা আজও আমাদের জন্য প্রেরণার উৎস।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরচারী সরকার গণহত্যা চালিয়ে ২ হাজারের বেশি ছাত্র-জনতা কে হত্যা করেছে। ৩৫ হাজারের বেশি আহত করেছে। ৪ শতাধিক ব্যক্তি তাদের চোখের দৃষ্টি হারিয়েছে। যারা গণহত্যা করেছে তাদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। এই সরকারের ভিতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা সকল ফ্যাসিবাদ ও তাদের দোসরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এক বছর হয়ে গেল আমরা এখনো কোন দৃশ্যমান বিচার দেখতে পেলাম না। যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের পরিবারকে যথাযথ মর্যাদায় এই সরকারকে পুনর্বাসন করতে হবে। তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সকল ইসলামী দল আজ এক হয়েছে। আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স দিতে চাই। বাংলাদেশ জামাতে ইসলামী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়তে চায়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button