সরকারি খাস জমি জোরপুর্বক দখলের অভিযোগ

# শিরোমনিতে ইউপি সদস্য’র বিরুদ্ধে #
স্টাফ রিপোর্টার ঃ ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আলামিনের বিরুদ্ধে সরকারি খাস জমি জোরপুর্বক দখলের অভিযোগ পাওয়া গিছে। অতি দ্রত সরেজমিনে তদন্ত পুর্বক উক্ত পাকা স্থাপনা অপসরান করে জনসাধরনের চলাচলের ব্যবস্থা আবশ্যক বলে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন । স্থানিয় বাসিন্দা শেখ আব্দুস সালাম । লিখিত অভিযোগে সুত্রে জানা যায় । শিরোমনি মৌজার আর এস ১ নং খাস খতিয়ানের আর এস দাগ নং ৩২৫০, জমি ০২ শতক সম্পত্তি গত ৩ আগষ্ট রাতের আধারে আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আলামিন জোরপুর্বক এলাকার সাধারন জনগনের রাস্তার উপর রাতের আধারে পাকা স্থাপনা নির্মান করে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আল আমিন বলেন আমার নিজের নামে জায়গা রয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এলাকাবাসি জানান আলামিন মেম্বার সরকারি যে জায়গা দখল করেছে সেখানে আগে বাজার বসতো। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান বলেন ইউপি সদস্য শেখ আলামিনের বিরুদ্ধে সরকারি খাস জমি জোরপুর্বক দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থ্যা গ্রহন করা হবে।