স্থানীয় সংবাদ
রূপসায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক -২

রূপসা প্রতিনিধি : রূপসায় সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর) নেতৃত্বে শুক্রবার সকালে রূপসা থানার রাজাপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী মোঃ সুমন মিয়া এবং একই গ্রামের রানী বেগম এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ২ জনকে অস্ত্র ও নেশা দ্রব্যসহ তাদের আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসা করার জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের সুমন মিয়া (৪৩) । ও একই গ্রামের রানী বেগম (৩০)।
এ সময় যৌথ বাহিনী ১টি দেশী তৈরি পাইপ গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করে । অভিযানে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদসহ যৌথ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।