স্থানীয় সংবাদ

দৌলতপুরে মাদ্রাসা শিক্ষক কামরানের ইন্তেকাল : দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক অফিস সহকারি মরহুম এস এম কামাল উদ্দিনের জ্যৈষ্ঠ পুত্র, তাহফিজুস সুন্নাহ মডেল মাদ্রাসার সম্মানিত ইংরেজি শিক্ষক এস এম কামরানুজ্জামান (৪২) ব্রেন স্টোক জনিত কারণে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল আনুমানিক ৯ টার দিকে ইন্তেকাল করেন (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র শিশু কন্যা, দুই ভাই, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে তার ভাড়া বাড়ি মধ্যডাঙ্গাতে আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষীরা সমাবেত হন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ , তাহফিজুস সুন্নাহ মডেল মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ,

শৈশবের বন্ধু মহল, স্কুল জীবনের সহপাঠীবৃন্দ, কৃষি কলেজ একতা যুব পরিষদের সকল সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীবৃন্দ , পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লীবৃন্দ। জানাযার নামাজের ইমামতি করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুর সাঈদ জালালী। জানাজা নামাজ শেষে দেয়ানা উত্তরপাড়া কৃষি কলেজ সংলগ্ন কবর খানায় মরহুমের দাফন সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button