কেসিসি বনাম জুলাই যোদ্ধা একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা

# উভয় দলই একগোলে সমতা #
স্পোর্টস রিপোর্টারঃ ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি একাদশ বনাম জুলাই যোদ্ধা একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, তুমুল প্রতিদ্বদ্বীতাপূর্ণ এ খেলাটি উপভোগ্য হলেও শেষ পর্যন্ত উভয় দল একটি করে গোল করে খেলায় সমতা ধরে রাখে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা অয়োজক কমিটির আহবায়ক ও প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: আলিমুজ্জামান, সদস্য চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, জহির মাহমুদ স্বপন, সাইফুল ইসলাম, শাহনাজ পারভীনসহ ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার ধারাবিবরণী তুলে ধরেন কেসিসি’র কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, বাজার সুপর শেখ শফিকুল হাসান, কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা ও এ্যাসেসর মো: নাজমুল হক মুকুল। খেলার মেষ মূহুর্তে বেরসিক বৃষ্টি উৎসবমুখর পরিবেশকে বাধাগ্রস্ত করে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করা হয়। খেলঅর প্রথমার্ধে কেসিসি একাদশ একটি গোল করে এগিয়ে থাকে। খেলার দ্বিতীয়ার্ধে জুলাইযোদ্ধা একাদশ একটি গোল করে খেলায় সমতা আনে। তবে কেসিসি একাদলের গোল রক্ষক উজ্জল একাধিকবার বল ঠেকিয়ে নিজ দলের সম্মান রক্ষা করেছেন।