সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মোল্লাহাটে মানববন্ধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : সারাদেশে সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান হামলা, নির্যাতন এবং সাম্প্রতিক সময়ে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবিতে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) মোল্লাহাট প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন গণমাধ্যমকর্মীগন। ব্যানারে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিশ্ববাসী দেখেছে, ছিনতাই চাঁদাবাজির লাইভ করায় আমাদের সহকর্মী ভাই সাংবাদিক তুহিনকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সারাদেশে সাংবাদিকদের উপর যেভাবে হামলা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এটা গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকের উপর হামলা, মামলা মানে সত্যকে দমন করা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা করা, এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে। আমরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি কিন্তু যখন আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয় তখন গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। এই অবস্থায় প্রশাসনকে দায়িত্ব নিয়ে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।” তিনি আরো বলেন, “ তুহিন হত্যার বিচারের পাশাপাশি সারাদেশে যেসব সাংবাদিক প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন, তাদেরও ন্যায়বিচার চাই।” মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে সাংবাদিকদের সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন, মামলার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-সভাপতি এম এম আরাফাতুল ইসলাম, মোঃ পারভেজ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার, শিকদার জিহাদ আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম কালিম, গবেষণাও পাঠাগার সম্পাদক এম এম জাকির হোসেন, রানা সমাজ কল্যাণ সম্পাদক মুসা কালিম উল্লাহ, প্রচার সম্পাদক মীর মাসুদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম লিপটন, নির্বাহী সদস্য মোঃ বদিউজ্জামান, মোঃ আরিফুজ্জামান, মোঃ মাহফুজুর রহমান প্রমূখ।