স্থানীয় সংবাদ

যশোরে প্রাক্তন প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলার অভিযোগ

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছায় এক তরুণীর একান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রবিবার (১০ আগস্ট) চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের ভুক্তভোগী তরুণী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য চৌগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন মাকাপুর গ্রামের সাহাজ্জেল হোসেন, তার স্ত্রী শিউলি বেগম,ছেলে খালিদ হাসান ও তারেক হাসান রনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর খালিদ হাসান ওই তরুণীর একান্ত ছবি ও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে এক লাখ টাকা নেয় এবং পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। অভিযোগে আরও বলা হয়, এঘটনায় পরিবারকে জানানোর পরও আসামিরা হুমকি-ধমকি দিতে থাকে। ভুক্তভোগী পর্নোগ্রাফি আইনে অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button