নগরীতে ছড়িয়ে থাকা শিলকুটে পিছলে সড়ক দুর্ঘটনা বাড়ছে

# গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক বাবুসহ আহত ২
# সড়ক মেরামতের সময় নি¤œমানের কাজের ফলে উঠে যাচ্ছে শিলকুট #
# শিলকুটে (কুচি পাথরে) পড়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
স্টাফ রিপোর্টার ঃ নগরীতে ছড়িয়ে থাকা শিলকুটে পিছলে সড়ক দুর্ঘটনা বাড়ছে। গতকাল নগরীর ময়লাপোতায় সিটি মেডিকেলের সামনে সড়কে ছড়িয়ে থাকা কুচি পাথরে (শিলকুট) পিচলে সড়ক দুর্ঘটনার শিকার হন দুই সাংবাদিক। এরআগে শনিবার শিববাড়ি গোল চত্বরে উঠে যাওয়া শিলকুটে মোটরসাইকেলের চাকা পড়ে ২জন আহত হয়।গতকাল (রবিবার) সকাল ১০টার দিকে খুলনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির অনুষ্ঠানে যোগ দিতে এসে আহত হয়েছেন তারা। আহতরা হলেন, জাতীয় দৈনিক বাংলা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি বাচ্চু মল্লিক (মেহেদী হাসান) এবং গ্লোবাল টেলিভিশন এর বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবু। বাগেরহাট থেকে খুলনার পথে আসা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কুচি পাথরে (শিলকুট) পিচলে তাদের এ দুর্ঘটনা ঘটে। এতে বাচ্চু মল্লিক গুরুতর আহত হন এবং সোহেল রানা বাবুর হাত মচকে যায়। দুই সাংবাদিকই বর্তমানে চিকিৎসাধীন আছেন। তারা দুজনই বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সক্রিয় সদস্য।
বিভিন্ন সড়কের শিলকুট (কুচি পাথর) উঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং ছোট ছোট গর্ত সৃষ্টি হওয়ায় এই দুই সাংবাদিকের মত কেউ না কেউ প্রতিনিয়তই এরকম দুর্ঘটনার কবলে পড়ছে। শিববাড়ী মোড় থেকে রয়্যাল মোড় পর্যন্ত কেডিএ এভিনিউ সড়কের প্রায় জায়গায় শিলকুট উঠে যাওয়ার দৃশ্য লক্ষ্য করা গেছে। শিলকুট উঠে যাওয়া রাস্তাগুলো মেরামত করা হচ্ছে না। শহরের বিভিন্ন সড়কেও এরকম শিলকুট উঠে ছোট ছোট গর্ত হওয়ার দৃশ্য চোখে পড়ে যার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। সড়ক ভালো থাকলে গাড়ি চালাতে পরিশ্রম হয় না। সড়কে যদি নুড়ি পাথরের কনা ছড়িয়ে-ছিটিয়ে থাকে, এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। এমন সড়কে খুব সাবধানে মোটরসাইকেল চালাতে হয়। তবুও চাকার নিচে পাথরের কণা পড়লেই বিপত্তি ঘটে যায়।
জানা গেছে, সড়কের কাজে বিটুমিনে অতিরিক্ত হিট হয়ে গেলে দ্রুত কার্পেটিং এর টেম্পার নষ্ট হয়ে যায়, ফলে উপরের শিলকুট অর্থাৎ কুচি পাথর উঠে যায়, আর অতি বর্ষন হলে তো কথাই নাই। নগরীর প্রান কেন্দ্র শিববাড়ী মোড় থেকে রয়্যাল মোড় পর্যন্ত কেডিএ এভিনিউ সড়কের প্রায় জায়গায় শিলকুট অর্থাৎ কুচি পাথর উঠে গেছে। এ সড়ক মেরামতের সময় নি¤œমানের কাজের ফলে কুচি পাথরগুলো উঠে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারনে ব্রেকফেল এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুই চাকার যান অর্থাৎ মটর বাইক গুলো প্রতিনিয়ত মারাতœক দূর্ঘটনার কবলে পড়ছে। আর এই দূর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট দপ্তরের আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নাগরিকরা।