খুলনা বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা মহানগরীর ঢাকা ওয়াটার,একতা ড্রিংকিং ওয়াটার ও ইলোরা ড্রিংকিং ওয়াটার কোম্পানিতে অভিযান প্রচারণা করা হয়। অভিযানে ঢাকা ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআই সিএম লাইসেন্স নবায়নের তাগাদা দেয়া হয়। একতা ড্রিংকিং ওয়াটার ও ইলোরা ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদনপূর্বক বিক্রয়-বিতরণ করায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া অভিযোগের প্রেক্ষিতে লাজ ফার্মা, সোনাডাঙ্গা খুলনা নামীয় প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয় এবং অভিযোগের সত্যতা যাচাই করা হয়। অভিযানে মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) ও প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস’র উদ্যোগে ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।