খুলনায় প্রিজন সেল থেকে পালানো মাদক মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ৬ আগস্ট বুধবার খালিশপুর থানা পুলিশ কর্তৃক মাদক মামলায় গ্রেফতারকৃত আসামী ইউসুফ হাওলাদার বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মোতাবেক তাকে প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি এবং পরবর্তীতে প্রিজন সেলে রাখা হয়। ৭ আগস্ট ভোর রাতে ইউসুফ হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পাশাপাশি পুলিশ হেফাজত হতে পালানোর অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১১, তারিখ-১১/০৮/২০২৫ খ্রি:, ধারা-২২৪ পেনাল কোড মামলা দায়ের করা হয়। বুধবার দুপুর ১ টার সময় খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর আলমনগর এলাকা হতে প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আসামী ইউসুফ হাওলাদারকে (২৫) গ্রেফতার করেছে। তিনি আলমনগরে মৃত শাহজাহান হাওলাদারের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খালিশপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ইউসুফকে গ্রেফতারপূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছেন বলে ওসি জানান।