স্থানীয় সংবাদ

রূপসায় বিদেশি পিস্তল গুলি ও মাদকসহ হত্যা মামলার ৪ আসামি

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ সাব্বির হত্যার প্রধান আসামি ও তার সহযোগী ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মধ্যপাড়া রাজাপুর বালুর মাঠ এলাকায় সাব্বির হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- বি কোম্পানি নামে পরিচিত শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলা সহ অসংখ্য মাদক মামলার আসামি এবং সাব্বির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শেখ হাফিজ (৩২), তার সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মোঃ মাসুম শেখ (২২), মোঃ দীপু শেখ (২৪)কে বিদেশি অস্ত্র এবং মাদকসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশনায় সেনাবাহিনীর সহযোগিতায় একটি আভিযানিক দল ও পুলিশে যৌথভাবে আরো একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল , একটি চাপাতি দুইটা ছোরা, একটি বড় সুইস গিয়ার নাইফ, ও প্রায় দুই কেজি গাঁজা।রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলাসহ বহু মাদক মামলার আসামি এবং সাব্বির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও তার সহযোগীদের আটক করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button