স্থানীয় সংবাদ

সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা বিষয়ে খুবিতে সেমিনার অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা(এমসিজে) ডিসিপ্লিনের উদ্যোগে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ বিষয়ে এক সেমিনার ১৩ আগস্ট (বুধবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে ইউআরপি লেকচার থিয়েটারে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। সংবাদমাধ্যমেও নারীদের উপস্থিতি বৃদ্ধি করা এবং তাঁদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। সংবাদমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তাই এখানে জেন্ডার সমতা ও ন্যায্যতা প্রতিফলিত হলে তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ শারাফাত হোসেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. গীতি আরা নাসরীন, সমতা ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা এবং এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এমসিজে ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম। এ সেমিনারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button