স্থানীয় সংবাদ

শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত নেতা এখন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে

স্টাফ রিপোর্টার: খুলনায় সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও যুবদলের জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়ে গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা। এরই মধ্যে অব্যাহতি প্রাপ্ত ওয়ার্ড বিএনপি নেতার মহানগর স্বেচ্ছাসেবক দলে পদ পাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। তথ্য রয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রুবেল বিশ্বাসকে গেল ২০ অক্টোবর ২০২৪ এ অব্যাহতি দেওয়া হয়। তবে অব্যাহতি প্রাপ্ত হয়ে ওয়ার্ড বিএনপি নেতা খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক পদ পেয়েছেন। বিষয়টি নিয়ে খুলনা বিএনপি সহ অঙ্গসংগঠনগুলোর তৃণমূল নেতাকর্মীদের মাঝে বইছে সমালোচনার ঝড় ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযুক্ত মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আতিকুর রহমান রুবেল বিশ্বাস মুঠো ফোনে বলেন, বিএনপি সম্মেলনের পূর্ব মুহূর্তে হঠাৎ কারণ দর্শানোর নোটিশ দিয়ে, দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে। যিনি অভিযোগ করেছেন, পরের দিনই অভিযোগ-পত্রটি বিএনপি অফিস থেকে তুলে নেন। তাছাড়া আমি ওয়ার্ডের সভাপতি প্রার্থী হওয়ায় , আরো বেশি সমস্যা সৃষ্টি হয়। বিএনপি’র মিডিয়া সেল সূত্রে জানা যায়, বিএনপি’র পক্ষ থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়নি। এ দিকে দলের সাধারণ সমর্থক, কর্মী ও অন্যান্য নেতাকর্মীরা জানান, অভিযোগের কারণে দলের পদ থেকে রুবেল বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে অব্যহতি প্রত্যাহার না করে অঙ্গ-সংগঠনের উল্লেখযোগ্য পদে অন্তর্ভুক্তিকরণ, বিষয়টি অমীমাংসিত থেকে যায়। এ বিষয়টি নিয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ জানান, তাকে বিএনপি’র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দল থেকে বহিষ্কার বা অব্যহতি দেওয়া হয়নি। সংগঠনের মধ্যে কিছু ভুল ত্রুটি সর্বদাই থাকে। আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে, সকল ভুল ত্রুটির অবসান ঘটবে শিঘ্রই। তবে, ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি পেয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক পদ পাওয়া প্রসঙ্গে খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুর আলম তুহিনের সাথে কথা বললে তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দলে অন্তর্ভুক্ত হয়েছে, বিএনপিতে নয়। অতএব এই বিষয়ে আমি কোন মন্তব্য করতে রাজি নই।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button