স্থানীয় সংবাদ

বাগেরহাটে বিএনপির সম্পাদক কে বেধড়ক মারপিট : সভাপতি বহিস্কার

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের জাতীয়তাবাদী দল বিএনপির বিশৃখলার ধারাবাহিকতায় এবার একটি ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কে ডেকে নিয়ে ৪ ঘন্টা আটকে রেখে বেধড়ক মারপিট ও নির্যাতনের ঘটনায় শাখার সভাপতিকে বহিস্কার করা হয়েছে। আর চাঞ্চল্যকর এ ঘটনাটি হয়েছে জেলার চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। নির্যাতিত সাধারন সম্পাদক দেবাশিষ বিশ^াস কালা কে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এ ঘটনায় সুনিদ্দিষ্টভাবে চাঁদাবাজি, ছিনতাই, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় ওই ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। চিতলমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু স্বাক্ষরিত বহিস্কারাদেশ ও সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে। আহত সাধারন সম্পাদক আহত দেবাশিষ বিশ্বাস কালা উপজেলার শ্রীরামপুর গ্রামের দেবদাস বিশ্বাসের ছেলে। দেবাশিষ বিশ^াস কালা এ ঘটনায় চিতলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা বিষয়ে বিএনপি’র সাধারন সম্পাদক আহত দেবাশিষ বিশ্বাস কালা সংবাদ কর্মীদের জানান, গত শনিবার রাত ৮ টার দিকে তিনি ও সভাপতি রবিউল শেখ এক সাথে শ্রীরাপুর গ্রামের আশিষের দোকানে চা পান করেন। চা খাওয়া হলে রবিউল তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। দেবাশিষ তার নিজের মোটরসাইকেলে করে রবিউলকে সোনাখালী বিলের বাড়িতে নিয়ে যায়। সেখানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৫ থেকে ৭ জন যুবক দেবাশিষের মুখ বেধে ফেলে। পরে বিলের মধ্যে একটি মৎস্য ঘেরের বাসায় নিয়ে ৪ ঘন্টা ধরে তাকে পিটিয়ে নির্মমভাবে নির্যাতন করে। এ সময় রবিউল ও তার লোকেরা দেবাশিষের পকেটে থাকা ৪৩ হাজার টাকা এবং সুজুকি জিকসার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে ১০০ টাকার ৩ টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে রাখে এবং ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। রাত সাড়ে ১২ দিকে পাশর্^বর্ত্তি সোনাখালী গ্রামের জনৈক প্রভাত বালা বিষয়টি দেখতে পেয়ে চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোক্তার সরদারকে মোবাইল ফোনে বিষয়টি জানান। মোক্তার সরদার লোকজন নিয়ে গুরুতর আহত অবস্থায় দেবাশিষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে, ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে বহিস্কার করা হয়েছে এতে আমি দুর্বল না। আমার ভাই নান্নুকে দিয়ে ওর আড়তে মাছ বিক্রি করতে পাঠিয়েছিলাম। ও সেই মাছ থেকে চুরি করেছে। চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোক্তার সরদার জানান, আসন্ন ইউনিয়ন বিএনপির নির্বাচনে দেবাশিষ ও রবিউল দুইজনই ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী। এ নিয়ে ওদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। সেই জের ধরে এ ঘটনা ঘটতে পারে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুমতি সাপেক্ষে-দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, ছিনতাই এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলার চিতলমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। দেবাশিষ কে মারপিটের ঘটনায় চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন জানান, আহত দেবাশিষ বিশ্বাস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button