স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ১ : আহত ৪

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে ডুবে গেছে রোগীসহ এ্যাম্বুলেন্স। ঘটনাস্থলেই মারা গেছেন এক নারী এবং আহত হয়েছেন আরও ৪জন। বুধবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নতুন রাস্তা বাজারের পূর্ব পাশে। দুর্ঘটনা কবলিতরা হলেন সাতক্ষীরা জেলার মৌতলা এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশে ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার সকালে একটি এ্যাম্বুলেন্স যার নং ঢাকা মেট্রো ছ ৭১-২২২৩ রোগীসহ খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নতুনরাস্তা বাজারের পূর্ব পাশে গিয়ে এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় ময়না বেগম (৪৫) নামের এক গৃহবধু মারা যান। তিনি সাতক্ষীরা জেলার মৌতলা এলাকার আরিফ মোল্ল্যার স্ত্রী। জানা গেছে, আরিফ মোল্লার পিঠে টিউমার অপারেশনের জন্য খুলনায় যাচ্ছিলেন। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একজন নারী মারা গেছে এবং আহত হয়েছে ৪ জন। আহতদের খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button