দিঘলিয়ার চাচা কর্তৃক ভাতিজী ধর্ষণ চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের শাহজাহান মোড়লের পুত্র ধর্ষণ মামলার পলাতক আসামী আজম মোড়ল (৩৭) কে গত বুধবার রাতে গ্রেফতার করেছে ঢাকা র্যাব-১০ এর একটা চৌকস আভিযানিক টিমের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর দিক নির্দেশনায় দিঘলিয়া থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পলাতক আজমের অবস্থান শনাক্ত করে ঢাকা র ্যাবকে জানালে তারা গত বুধবার রাতে ঢাকার লালবাগ থানার একটা বাসা থেকে আজমকে গ্রেফতার করে। আজমকে গ্রেফতার করার সংবাদ দিঘলিয়া থানা পুলিশকে অবগত করলে গত বুধবার রাতে দিঘলিয়া থানা পুলিশের একটা টিম গ্রেফতারকৃত ধর্ষক আজমকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় পুলিশ আজমকে নিয়ে দিঘলিয়া থানায় ফিরে আসে। দিঘলিয়া থানা পুলিশ ধর্ষক আজমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
উল্লেখ্য, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের শাহজাহান মোড়লের পুত্র আজম মোড়ল। গত বছর নভেম্বর মাসের দিকে আজম তার ভাতিজা ধর্ষিতাকে কাপড় কিনে দেওয়ার কথা বলে খুলনা বড় বাজারে নিয়ে যায়। এবং খুলনা থেকে ফিরতে রাত হয়ে যায়। আজম তার ভাতিজাকে ইজিবাইকে করে বাতিভিটা এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ছুরি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় তার ধর্ষণের নগ্ন ছবি তুলে। এই ছবি দেখিয়ে ব্লাকমেইল করে মেয়েটিকে তার বাসায় ডেকে এনে কয়েকবার ধর্ষণ করে। মেয়েটি ৭ মাসের অন্তঃসত্ত্বা ধরা পড়লে মেয়ের পিতা সামাজিক মিমাংসা ও বিয়ে শাদীর কথা বললে প্রথমে সে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করে তাকে বিবাহ করতে অস্বীকার করে এবং ৫ লাখ টাকার প্রলোভন দেয় ও পেটের সন্তানকে অনড়ৎঃরড়হ করতে বলে। মেয়ের পিতা মেয়েকে নিয়ে খুলনা মেডিকেল কলেজে নিয়ে আলট্রাসোনোগ্রাফি করে জানতে পারে মেয়ে ৩২ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা। তারা খুলনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ গিয়ে ধর্ষিতা বাদী হয়ে খুলনা আইন সহায়তা কেন্দ্রের সহায়তায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(ক) ধারায় মামলা দায়ের করেন।