ইউসেপ খুলনায় আঞ্চলিক সেফগার্ডিং কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ ইউসেপ খুলনা অঞ্চলের উদ্যোগে ইউসেপের বৈকালিস্থ, রিজিওনাল অফিসে ১৪ আগস্ট আঞ্চলিক সেফগার্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউসেপ খুলনা অঞ্চলের ৬টি টেকনিক্যাল স্কুল ও টিভিইটি ইনস্টিটিউটের জেন্ডার ফোকাল পার্সনগণ উপস্থিত ছিলেন। আঞ্চলিক ব্যবস্থাপক, মোহাম্মদ কামরুজ্জামান মিটিং এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ রিজিওনাল সেফগার্ডিং কমিটির সদস্য ও মাসাস খুলনার নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু। ইউসেপ কর্মী, ইউসেপের অংশীদার, সুবিধাভোগী, স্বেচ্ছাসেবক, সরবরাহকারী ও কমিউনিটির সকল মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে এবং শোষণ ও বৈষম্য থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক বলেন, ‘সেইফগার্ডিং’ এখন এখন শুধু নারীদের বিষয় নয়, বরং নারী-পুরুষ নির্বিশেষে কর্মপরিবেশ ঠিক রাখতে এটি এখন অপরিহার্য বিষয়। যৌন হয়রানি প্রতিরোধে ইউসেপ ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মো: আবু তাহের, টিম লিডার, সোশ্যাল ইনক্লুশন, জিএম হারুনুর রশিদ, হেড অব টেকনিক্যাল স্কুল, নাসরিন আক্তার, ইনচার্জ-সোশ্যাল ইনক্লুশন এন্ড ডিসেন্ট এমপ্লয়মেন্ট এবং খন্দকার তুহিন আলী, হেড অব টিভিইটি ইনস্টিটিউট।