খুলনায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে পানি সরবরাহ কর্মসূচি

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীলঙ্কা কলোনিতে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে পানি সরবরাহ কার্যক্রম শুরু করেছে খুলনা ওয়াসা (কডঅঝঅ) ও নেদারল্যান্ডসের ভিটেন্স ইভিডেস ইন্টারন্যাশনাল (ঠঊও)। আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচি ওয়াটার অপারেটর্স পার্টনারশিপ (ডঙচ)-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনার ওয়াসা সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা ওয়াসা ও ঠঊও-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে শ্রীলঙ্কা কলোনির প্রায় ১ হাজার বাসিন্দা নিরাপদ পানি পাওয়ার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ ডঙচ প্রকল্পের মূল লক্ষ্য হলো- পানি বিতরণ নেটওয়ার্ক, পানি সংযোগ ও ওয়াটার পয়েন্ট স্থাপনের মাধ্যমে নি¤œআয়ের জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির প্রবেশাধিকার নিশ্চিত করা। এর অংশ হিসেবে খুলনার শ্রীলঙ্কা কলোনিতে ১৩০টি পরিবারের জন্য পানি সংযোগ স্থাপন ও বিনামূল্যে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। খুলনা ওয়াসার সচিব স্বপন কুমার রায় জানান, দরিদ্র মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে এ ধরনের প্রকল্প ভবিষ্যতেও চলমান থাকবে।