স্থানীয় সংবাদ

বিএনপিতে মাদকাসক্ত ও সন্ত্রাসীদের স্থান নেই: শফিকুল আলম মনা

# ২৭ নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি একটি স্বচ্ছ দল এবং এখানে কোনো সন্ত্রাসী, মাদকাসক্ত বা স্বৈরাচারের দোসরদের স্থান নেই। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৫ আগস্ট) খুলনা মহানগরীর ২৭ নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো ওয়ার্ড কমিটি এমন কাউকে সদস্য করলে এবং সেই বিষয়ে অভিযোগ এলে প্রমাণিত হলে সেই কমিটি ভেঙে দেওয়া হবে। বিএনপি গণমানুষের দল এবং একটি স্বচ্ছ ও সুন্দর বিএনপি গড়তে তারা কাজ করছেন। তারেক রহমানের স্বপ্ন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া উল্লেখ করে তিনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দেন।
উদ্বোধকের বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ভোটের অধিকারের জন্য। আজকে আমরা অনেক কথা শুনতে পাই। কেউ কেউ হুমকি দেন যে, আগামী দিন নির্বাচন হতে দেবেন না। যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দেবেন না। এদের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর।
ওয়ার্ড বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুদুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বেগম রেহানা ঈসা, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মোল্লা ফরিদ আহমেদ, আব্দুল আজিজ সুমন, শফিকুল ইসলাম শফি, মোঃ নাসির উদ্দীন, আফসার উদ্দিন মাস্টার, রকিবুল ইসলাম মতি, শাহিনুল ইসলাম, সুজিত সাহা, বাবু বিজয় ঘোষ, মাওলানা শরীফ মাসহুদুর রহমান, মাহবুবুর রহমান, মজিবর রহমান, মোঃ আলফাজ উদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাবু, মাইনুল ইসলাম কিরণ, মোঃ খোকন, হাবিবুর রহমান হাবিব, শহিদুল ইসলাম ডালিম, মোঃ শামসুর রহমান, মোঃ সৈকত, আজমল আলি খান শাহীন, মোঃ আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমান, শফিকুল ইসলাম সাগর, হানিফ মাহমুদ, আজগর আলী, বেল্লাল হোসেন, মোঃ মাহমুদুল ইসলাম প্রমূখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button