নিরালায় নবনির্মিত সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (এসটিএস) আনুষ্ঠানিক উদ্বোধন

# নগরীর নিরালা আবাসিক এলাকায় ফলক উম্মোচন #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার সোমবার বিকেলে নগরীর নিরালা আবাসিক এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে নবনির্মিত সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (এসটিএস) আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গৃহস্থালিসহ অন্যান্য বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণের লক্ষ্যে কেসিসি’র ‘বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮.৫০ শতক জমির ওপর ৮২ লক্ষ ৪ হাজার টাকা ব্যয়ে এ এসটিএস-টি নির্মাণ করা হয়েছে। নিরালাসহ সংলগ্ন এলাকার বর্জ্য সংগ্রহপূর্বক প্রথম পর্যায়ে এসটিএস-এ জমা করা হবে এবং এখান থেকে সরাসরি ডাম্পিং পয়েন্টে স্থানান্তর করা হবে।
অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষেট্রট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো: অনিচুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আসিনুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।