কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে শুরু হয়েছে তোড়জোড়

# নির্বাহী কমিটির পরিধি বৃদ্ধি #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঝে শুরু হয়েছে তোড়জোড়। কে সভাপতি আর সাঃ সম্পাদক প্রার্থী হবে-এ নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। সম্ভাব্য প্রার্থীদের প্যানায় প্যানায় ছেয়ে গেছে নগরভবনসহ বিভিন্ন ওয়ার্ড অফিস। এদিকে কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের গঠনতন্ত্র মোতাবেক ২০১ থেকে ৪০০ সদস্য হলে ১১টি পদ পদবি ছিল। পরবর্তীতে ২০২২ সালে শ্রম আইন অনুযায়ী ২০১ থেকে ৪০০ সদস্য হলে কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা হবে ১৯ জন। সে মতে, এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নতুন করে ৮টি পদ বৃদ্ধি পেয়েছে। পদগুলো হলো- কার্যকরী সভাপতি-১টি, সহ-সভাপতি-১টি, সাংগঠনিক সম্পাদক ১টি, প্রচার সম্পাদক ১টি, সমাজকল্যাণ সম্পাদক ১টি, ক্রীড়া সম্পাদক ১টি, ধর্ম বিষয়ক সম্পাদক ১টি ও সহ-দপ্তর সম্পাদক ১টি। অন্য দিকে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, প্রধান নির্বাচন কমিশনার কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা, নির্বাচন কমিশনার নাজমুল হক মুকুল ও নির্বাচন কমিশন সদস্য লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান। এছাড়া নির্বাচনে অধিকাংশ প্রার্থী নতুন মুখ। তারা হলেন, সম্ভাব্য সভাপতি প্রার্থী আঃ হক, মনির মৃধা ও গাজী গোলাম মোস্তফা আর সাঃ সম্পাদক পদে আশরাফুল ইসলাম ও সায়েদ হোসেন লিটনের নাম শোনা যাচ্ছে। উল্লেখ্য, আগামী ১৩ সেপ্টেম্বর কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।



