বাগেরহাটের মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ জাহাজের ক্রু রাব্বির মৃতদেহ উদ্বার করেছে নৌ বাহিনীর ডুবুরি দল

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলাবন্দরের পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া বাল্কহেড জাহাজের ক্রু রমজান হোসেন রাব্বির মৃতদেহ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরি দল। মোংলা উপজেলার পশুর নদীর কাইনমারি এলাকা থেকে রবিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। সিপিও জাহিদুর রহমানের নেতৃত্বে নৌবাহিনীর ৭ সদস্যের একটি ডুবুরি দল দীর্ঘ চেষ্টা চালিয়ে নদী থেকেই রব্বির মৃতদেহ উদ্ধার করে। মোংলা বন্দরের ৫ নং জেটি সংলগ্ন পশুর নদীতে সার বোঝাই করে নোঙ্গর করে থাকা এমভি শোভা বাল্কহেড জাহাজের লস্কর রমজান হোসেন রাব্বি (২০) গত শনিবার ভোরে অসাবধানতাবসত নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করার পর উদ্ধার অভিযান করে নৌবাহিনী, কোস্টগাডর্, ফায়ার সার্ভিস ও মোংলা বন্দরের ড্রোন অপারেটর টিম । রমজান হোসেন রাব্বির বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায়। মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার সকালে জানান, উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।