ডুমুরিয়ায় শামীম হত্যায় স্ত্রী ও শ্যালক আটক

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ
ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম হত্যার ২দিনের মধ্যে খুনিদের আটক করেছে পুলিশ। আসামীরা হল তারই স্ত্রী ও শ্যালক। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত চাপাতি। সোমবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় পুলিশ তাদের আটক করে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, ২২ আগস্ট শুক্রবার রাতে উপজেলার আঠারো মাইল বাজারস্থ নিজ বাড়িতে খুন হন যুবদল নেতা এস এম শাশীম। এরপর নিহতের মা রশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা রুজু করেন। মামলার পরেই শুরু হয় পুলিশের অভিযান। এক পর্যায়ে তার স্ত্রী ফতেমা আক্তার বৃষ্টিকে (৩০) আটক করা হয় এবং তারই দেয়া তথ্য মতে শ্যালক (স্ত্রীর ভাই) ইমন হোসেন বাদলসহ (১৮) হত্যায় ব্যবহৃত চাপাতিও একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এবং কেন এভাবে নিজের স্বামীকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।