স্থানীয় সংবাদ

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

স্টাফ রিপোর্টারঃ মোঃ তৌফিকুর রহমানকে খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মো. তৌফিকুর রহমান বর্তমানে কুষ্টিয়ার জেলা প্রশাসক রয়েছেন। গেল ১১ মাস ধরে সেখানে দায়িত্বরত আছেন। গত ৩০ অক্টোবর তাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি অর্থ বিভাগের উপ সচিব ছিলেন। তার আগে তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ঢাকা নটরডেম কলেজ থেকে ১৯৯৪ সালে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বুয়েট) থেকে গ্রাজুয়েশন করেন( বিএসসি ইন্জিনিয়ার) ২০০২ সালে। ইংল্যান্ড থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন ২০১৩ সালে। কবে খুলনায় যোগদান করবেন এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, কিছুক্ষণ আগে শুনেছি আমার খুলনায় বদলি হয়েছে। যথাযথ দাপ্তরিক কাজ শেষ করে দ্রুত যোগদান করবেন বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button