কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন ১৩ সেপ্টেম্বর ঃ কল্যাণ তহবিলের টাকা তসরুফের বিষয়টি আলোচনায়

# ২০টি পদের বিপরিতে ৫২টি মনোনয়নপত্র বিক্রি
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচন আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঝে শুরু হয়েছে তোড়জোড়। কে সভাপতি আর সাঃ সম্পাদক প্রার্থী হবে-এ নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। সম্ভাব্য প্রার্থীদের প্যানায় প্যানায় ছেয়ে গেছে নগরভবনসহ বিভিন্ন ওয়ার্ড অফিস। যা বিগত দিনে ক্ষমতায় থেকে ইউনিয়নের কর্যাণ তহবিলের লাখ লাখ টাকা আতœসাৎ করেছে। এখন ভোটার সময় সেই বিষয়টি ভোটারদের মুখে মুখে আলোৈচনা চলছে। এবার ভেঅটাররা কল্যাণ তহবিলের টাকা আতœসাৎকারী ও তাদের সহযোগিদের ভোট না দেয়ার জন্য কথা বলচে। বিষয়টি টাকা আতœসাৎকারী ও সহযোগিদের করছে বিভ্রতকর। তারা অনেকটাই মুখ লুকিয়ে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে। অন্য দিকে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, প্রধান নির্বাচন কমিশনার কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা, নির্বাচন কমিশনার নাজমুল হক মুকুল ও নির্বাচন কমিশন সদস্য লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান। ঘোষিত তফশিল অনুযায়ী গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সে মতে, এবার ভোটার ৪৪১ জন। একই দিন মনোনয়নপত্র বিক্রি করা হয় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ সময় ২০টি পদের বিপরিতে ৫২টি মনোনয়পত্র সংগ্রহ করা হয়। তার মধ্যে সভাপতি পদে ৭টি, কার্যকরী সভাপতি পদে ৩টি, সহ-সভাপতি পদে ৬টি, সাঃ সম্পাদক পদে ৩টি, কোষাধ্যক্ষ পদে ৬টি, মহিলা সম্পাদিকা পদে ২টিসহ সকল পদেই একাধিক মনোনয়পত্র বিক্রি হয় বলে নির্বাচন পরিচালনা কমিটি জানায়। এছাড়া আজ ২৭ আগস্ট দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ। ২৮ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাচাই। ২৯ আগস্ট দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার। ৩০ আগস্ট প্রার্থীর তালিকা প্রকাশ। ৩১ আগস্ট প্রতিক বরাদ্দ। ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে ভোট গ্রহণ। মহিলা সম্পাদিকা পদে মনোনয়নপত্র ক্রয়কারী মমতাজ বেগম জানান, তিনি বিগত দিনে ইউনিয়নের ভোট করে নির্বাচিত হয়েছেন। কোন দুর্নীতির সাথে তিনি কখনও জড়িত ছিলেন না। আরো তিনি ইউনিয়নের অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবার কাছে তিনি ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছেন।



