কৈয়া বাজারে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কৈয়া বাজার শাখার উদ্যোগে সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা মহিব্বুল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং খুলনা-৬ আসনের (কয়রা ও পাইকগাছা) সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
মতবিনিময় সভায় তিনি বলেন, কুরআনকে রাষ্টীয় ভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। এ জন্য তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে ইসলামী শক্তিকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, জামায়েত ইসলামী মানুষ রচিত মতবাদের বিরুদ্ধে থাকায় অন্য রাজনৈতিক দলগুলো জামায়াতে ইসলামী বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন হরিণ টানা থানা আমীর আঃ গফুর. শেখ শাফায়াত হোসেন লিখন. রফিকুল ইসলাম।