যশোরে বিজিবি’র হাতে ভারতীয় মদ ও পণ্য সহ এক ভারতীয় নাগরিক গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র একটি অভিযানিক দল যশোর বেনাপোল সড়কের সদর উপজেলার নিমতলা এলাকা থেকে ভারতীয় নাগরিক অনিমেষ মন্ডল নামে এক যুবককে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, ভারতীয় পন্য সামগ্রী,ভারতীয় রুপীসহ আটক করেছে। সে ভারতের উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ জেলার শুভনগর থানার বালতী গ্রামের শ্যামল মন্ডলের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় সোমবার দিবাগত গভীর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার ২৬ আগষ্ট তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হাবিলদার মনিরুজ্জামান জানান, সোমবার ২৫ আগষ্ট বিকালে অভিযানে বের হয়। ওই দিন বিকাল ৫টার পর যশোর সদর উপজেলার নিমতলা নামক স্থান মেসার্স রবিউল ইসলাম (বাবু) পাটোয়ারী এর প্রতিষ্ঠানের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকাল সোয়া ৫ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে একজন ব্যক্তি পোষাক পরিহিত বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ভারতীয় ২টি ভ্যাট ৬৯ মদ,১টি অফিসার চয়েজ মদ,ভারতীয় বিভিন্ন পন্য সামগ্রী ও নগদ ২২ রুপী উদ্ধার করে। পরে তাকে রাতে কোতয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন।