অবাধ সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে : মন্টু

# জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, গণতন্ত্র পুনর্বাসিত বাংলাদেশের প্রতিটি মানুষ ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা চায়। দেশের মানুষ এখন নির্বাচনমুখী। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য নির্বাচনের মধ্যেমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে ও বৈসাম্যহীন মানবিক মাতৃভূমিতে মানুষের সমাধিকার প্রতিষ্ঠাই বিএনপি’র মূল লক্ষ্য। তাই দলের মধ্যে কোনো বিভাজন নয়, সকলে ঐক্যবদ্ধভাবে জনগনের দ্বারেদ্বারে যেয়ে তারেক রহমানের ৩১ দফা ও আগামীর আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপরেখা তুলে ধরতে হবে। গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকালে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সর্বসম্মতিক্রমে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১লা সেপ্টেম্বর বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর শাখার সাথে সমন্বয় করে বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে জেলা বিএনপি। ওইদিন বিকাল ৩টায় নগরীর জিয়া হল চত্বরে (শিববাড়ী মোড়ে) বিশাল সমাবেশে ও র্যালিতে জেলার প্রতিটি ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী-সমার্থক উপস্থিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফলে জেলা বিএনপি’র শৃঙ্খলা উপ-কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গৃহীত সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে, ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার ৫ আগস্টে পতনের পর নানাবিধ অভিযোগে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ১৩ মে সাময়িক বহিষ্কার করা হয়েছিল মোজাফফর হোসেনকে। এরপরও একেরপর এক দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের মধ্যে বিভাজন সৃষ্টি ও দাকোপের স্থানীয় জনগণের মধ্যে বিএনপি সম্পর্কে চরম নেতিবাচক ধারণা সৃষ্টি করে চলেছেন সাময়িক বহিষ্কৃত মোজাফফর হোসেন। বিএনপি’র বৃহত্তর স্বার্থে অবিলম্বে মোজাফফর হোসেনকে স্থায়ী বহিষ্কারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত সুপারিশ করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘জিরোটলারেন্স’ নীতি স্মরণ করিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক করেন নেতৃবৃন্দ। সভায় খুলনা মহানগর বিএনপি’র গৃহীত কর্মসূচির সাথে সমন্বয় করে প্রতিষ্ঠা বার্ষিকীর বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহন করে জেলা বিএনপি। আগামী ১ সেপ্টেম্বর জিয়া হল চত্বরে বিশাল সমাবেশে জেলা বিএনপি’র সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেয়া হচ্ছে। সমাবেশের শৃঙ্খলা রক্ষার্থে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তৈয়েবুর রহমানকে আহবায়ক ও জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদকে সদস্য সচিব করে উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন উপজেলায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বিতরণ করবে জেলা বিএনপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল প্রমুখ।