স্থানীয় সংবাদ

মৌলিক সংস্কার ছাড়া কোন নির্বাচন জনগণ মেনে নেবে না : মিয়া গোলাম পরওয়ার

# ডুমুরিয়া উপজেলা বিভিন্ন স্থানে ভোটার সমাবেশ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বর মাসে সম্ভাব্য নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল হিসেবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু আমরা প্রথম থেকেই সরকারকে বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে এদেশের জনগণ সে নির্বাচন মেনে নেবে না। সুতরাং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিমযে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে মালতিয়া গ্রামের ধানের চাতালে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, ছাত্রশিবিরের সাবেক বিদেশ বিষয়ক সম্পাদক শিক্ষাবিদ ড. একরাম উদ্দিন সুমন। সেক্রেটারি মো. মঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি ফরহাদ আলী মাহমুদ, ছাত্রশিবির সভাপতি ছামিদুল হাসান লিমন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু সাঈদ মাহমুদ, জামায়াত নেতা হাফেজ আবু বক্কর সিদ্দিক, শিক্ষক মো. মঈন উদ্দিন, হাবিবুর রহমান সরদার, নাছির উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, মাস্টার শাইখুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি শামিদুল হাসান লিমন, শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, পরিমল হালদার প্রমুখ।
আটলিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে সাবেক এমপি বলেন, আমি এমপি থাকাকালীন সময়ে যতটা পেরেছি এই আটলিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, মন্দির, শ্মশান ও কবরস্থানের উন্নয়ন করেছি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন তাহলে আমি আমার উন্নয়নমূলক কাজের অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বিগত সময়ে যেমন নিষ্ঠার সাথে, সততার সাথে দূর্নীতিমুক্ত থেকে কাজ করেছি আগামীতেও তেমনি নিজেকে নিষ্কলুষ থেকে কাজ করবো। তিনি বলেন, আমাদের টোটাল ভোটারের প্রায় অর্ধেক ভোটারই মহিলা। আগামী নির্বাচনে আপনারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লার গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে এখন থেকে পাড়া মহল্লায় কমিটি করে প্রতিটি মহিলা ভোটারের কাছে আমার সালাম পৌঁছে দেবেন এবং আগামী নির্বাচন পর্যন্ত আপনারা এ ধারা অব্যাহত রাখবেন।
ঘোষিত জুলাই সনদের সমালোচনা করে সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদে দেশ বিভাগের ভিত ৪৭ সালের অবদানকে ছোট করা হয়েছে, আলেম-উলামাদের ভূমিকাকে খাটো করা হয়েছে, হেফাজতের আত্মদানের কথা উল্লেখ করা হয়নি। সুতরাং এই ত্রুটিপূর্ণ সনদ নয়, সঠিক তথ্যের ভিত্তিতে ৪৭ থেকে শুরু করে ২৪ এর গণঅভ্যুত্থানে যার যতটুকু অবদান আছে ততটুকু নির্বাচনের আগেই জুলাই সনদে উল্লেখ করতে হবে। তিনি বলেন, কোনো ফ্যাসিস্ট সরকার বিপ্লবী জনগণকে কোনোভাবে দাবিয়ে রাখতে পারে না। তারা (আওয়ামী লীগ) তেমনি বাংলাদেশের বিপ্লবী জনগণকে দাবিয়ে রাখতে পারেনি। সাড়ে ১৫ বছরের ধারাবাহিক আন্দোলন, ত্যাগ এবং কুরবানি-সবকিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা গদি ছাড়তেই শুধু বাধ্য হয়, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা বলি, এ দেশের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক যাঁরা, তাঁরা কখনোই দেশ থেকে পালানোর চিন্তাও করেন না। যাঁরা দেশকে ভালোবাসেন, তাঁরা দেশ ছেড়ে পালান না। যাঁরা দেশকে ভালোবাসেন, তাঁরা কানাডা, মালয়েশিয়ায় বেগমপাড়া গড়ে তোলেন না। যাঁরা দেশকে ভালোবাসেন, তাঁরা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেন না। যাঁরা দেশকে ভালোবাসেন, তাঁরা জনগণের করের টাকায় কেনা অস্ত্র আর গুলি জনগণের বুকে তাক করেন না। তাঁরা সবই করেছেন। ফ্যাসিস্টের শিরোমণি চেয়েছিলেন ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে। আল্লাহ যেভাবে ফেরাউনদের অতীতে বিদায় দিয়েছেন, এ দেশেও ফ্যাসিবাদের ধারক–হক যাঁরা ছিলেন, তাঁরা অপমানজনকভাবে বিদায় নিয়েছেন। এমনকি যাওয়ার সময় নিজের সহকর্মীদেরও বলে যেতে পারেননি যে “আমি অমুক জায়গায় চলে যাচ্ছি”।’
সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে ২ হাজার ছাত্র-জনতার জীবন, ৩০ হাজার আহতের রক্তের ঋণ শোধ করতে হবে। আমরা তাদের কাছে দায়বদ্ধ। নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন। এখানে জনগণের অধিকার থাকবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে, সঠিক বিচারব্যবস্থা নিশ্চিত হবে, এ দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না। তিনি আরো বলেন, গত ১৬ বছর আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জণগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। বিএনপি ও জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যেকোনো জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কুরআন ও সুন্নাহর আইন ছাড়া, মানব রচিত সংবিধান মানুষের কল্যাণ সাধিত করতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এতেই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব।
এর আগে সকাল সাড়ে ৮টায় ডুমুরিয়া উপজেলার রোস্তমপুরের মোড়লবাড়ি, সকাল ১০টায় রোস্তমপুরের পূর্বপাড়ায়, সন্ধ্যা ৬টায় গঞ্জেরহাট, সন্ধ্যা ৭টায় কাঠালতলা এলাকায় অনুরূপ ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মিয়া গোলাম পরওয়ার।
বেলা ১১টায় নূরানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ঈদগাহ ময়দানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি হাফেজ আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে এক মহিলা ভোটার সমাবেশে মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তৃতা করেন। সমাবেশ শেষে নূরানিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা পরিদর্শন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন । এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজসহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। এর আগে সেক্রেটারি জেনারেল স্থানীয় হযরত আয়েশা (রা.) কওমী মহিলা মাদরাসা, চুকনগরে অবস্থিত দিব্য পল্লী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আল জামি’আতুল ইসলামিয়া ইমদাদুল উলূম চাকুন্দিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহবোর্ডিং, চুকনগর হাছানিয়া দাখিল মাদরাসা পরিদর্শন ও শিক্ষক মন্ডলীর সাথে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের খেলাধুলার জন্য শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন সাবেক এই এমপি।
পরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক ছাত্রশিবির নেতা শিক্ষাবিদ ড. একরাম উদ্দিন সুমনের অসুস্থ মায়ের খোঁজ খবর নিতে তার বাড়িতে যান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button