৫৪ বছর ধরে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কেড়ে নেওয়া মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# ১৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ৫৪ বছর ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে সেই মালিকানা ফিরিয়ে দিতে হবে। জামায়াত সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ জনগণকে অধিকার বঞ্চিত করে লুটপাটতন্ত্র কায়েম হয়েছে। প্রশাসনে সর্বত্র দুর্নীতি। ভেঙে পড়েছে পুরো প্রশাসনিক ব্যবস্থা। এমতাবস্থায় নতুন ব্যবস্থা গড়ে তুলতে জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া প্রয়োজন। একমাত্র জামায়াতের হাতেই এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলাম নিরাপদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। স্থানীয় দোকানপাট, গলি, মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে মা-বোন ও তরুণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি এলাকাবাসীর দুঃখ-কষ্ট ও সমস্যা শুনে আগামী দিনে খুলনা মহানগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর খালিশপুর থানাধীন ১৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে রায়েরমহল এলাকায় গণসংযোগ শেষে রায়েরমহল বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ওয়ার্ড আমীর মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও খালিশপুর থানা আমীর শেখ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে জামায়াত নেতা শফিকুল ইসলাম শফিক, খুলনা বিএল কলেজের ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, আবুল কালাম ভুইয়া, মনতাজুর রহমান, মাওলানা মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল বাশার, শেখ আরিফুল ইসলাম, শেখ বোরহান উদ্দীন, শেখ এনামুল প্রমুখ। গণসংযোগকালে মহানগরী আমীর কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন, কারা কি ভোগান্তিতে আছে সব কথা শুনেন ‘আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব এবং আপনারা যদি আমার পাশে থেকে দাঁড়িপাল্লার সমর্থনে কাজ করেন তাহলে এ এলাকাকে একটি রোল মডেল এলাকা হিসেবে পরিণত করব ইনশাআল্লাহ।
গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন বাস্তবায়ন চায় সৎ লোকের শাসন চায় উল্লেখ করে খুলনা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, জনগণ দীর্ঘদিন বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। দেশের শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। তাই জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতি সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশ গ্রহণের আশ্বাস দেন।