স্থানীয় সংবাদ

যশোর পৌরসভায় সাড়ে ৮ হাজার নাগরিকের ভাগ্যে জুটেছে টিসিবি’র ফ্যামিলি স্মার্ট কার্ড

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডের আওতায় যশোর পৌরসভার সাড়ে ৮ হাজার নাগরিকের ভাগ্যে জুটেছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে সাড়ে ৭ হাজার মতো। এখনও ৬০টি টিসিবি’র কার্ড বিতরণের অপেক্ষায় রয়েছে। যশোর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
পৌরসভায় কর্মরত প্রশাসনিক কর্মকর্তা আরো জানান, যশোর পৌরসভার অধীনে ৯টি ওয়ার্ডে ইতিপূর্বে ১২ হাজার ৩শ’ ৫৬জন নাগরিক গনের জন্য টিসিবি’র কার্ড সরকার বিতরণ করা হয়। গত বছরের ৫ আগষ্টের পর টিসিবি’র কার্ড ধারীদের পড়তে হয় অনিশ্চয়তার মধ্যে। তৎকালীন আমলে বিতরণকৃত টিসিবি’র কার্ড থাকা সত্বেও বর্তমান সরকার স্মার্ট ফ্যামিলি কার্ড প্রদানের উদ্যোগ গ্রহন করেন। সরকার কর্তৃক সরবরাহকৃত পুরাতন কার্ড থাকা সত্বেও নতুন স্মার্ট বিতরণ কার্যক্রম শুরু হয়। ভাগ্যর লটারীর মতো গোটা যশোর পৌরসভার অধীনে ১২ হাজার ৩শ’ ৫৬জন কার্ডের বিপরীতে নতুন করে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়। সেই সময় যশোর পৌরসভায় স্মার্ট ফ্যামিলি টিসিবি’র কার্ড বিতরণের কার্যক্রম শুরু হলেও পুরাতন টিসিবি’র কার্ডধারীরা যশোর পৌরসভায় ভীড় জমান। তারা তাদের টিসিবি’র কার্ড দেখিয়ে নতুন স্মার্ট কার্ড পাওয়ার প্রত্যাশা করেন। পৌরসভা থেকে জানানো হয় যাদের নতুন ফ্যামিলি স্মার্ট কার্ড এসেছে তাদেরকে মোবাইলের মাধ্যমে ডাকা হবে। সেই মোতাবেক পৌরসভা থেকে মোবাইলের মাধ্যমে যাদের ভাগ্যে টিসিবি’র ফ্যামিলি স্মার্ট জুটেছে তাদেরকে ডেকে পুরাতন কার্ড জমা নিয়ে নতুন কার্ড প্রদান করা হয়। স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে অনেক কার্ডধারীরা টিসিবি’র পন্য উত্তোলন করতে গেলে তাদের কার্ড সফটাওয়ারে অকেজো দেখায়। যার ফলে তারা পড়ের বিপাকে। পৌরসভা থেকে অকেজো স্মার্ট কার্ডধারীদের কাছ থেকে কার্ড জমা নিয়ে ও নতুন করে যারা ইতিপূর্বে টিসিবি’র কার্ড নির্বাচিত তাদের কাছ থেকে এনআইডি ও ছবি এবং পুরাতন টিসিবি’র কার্ড গ্রহন করা হয়। সেগুলি স্ক্যানের মাধ্যমে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন পৌরসভা কর্তৃপক্ষ। এরপর ঢাকা থেকে ফ্যামিলি স্মার্ট ৮৩৮টি কার্ড যশোর পৌরসভার অধীনে নাগরিকদের ভাগ্যে জোটে। নতুন কার্ড আসার পর পৌর সভা থেকে মোবাইলের মাধ্যমে পৌর নাগরিকগনকে ডেকে ভাগ্যে জোটা টিসিবি’র ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ করা হয়। নতুন কার্ডের মধ্যে ৬০টি স্মার্ট কার্ড বিতরণের অপেক্ষায় আছে। পর্যায়ক্রমে পৌরসভা থেকে ডেকে তাদেরকে প্রদান করা হবে বলে প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরো জানান পৌরসভায় টিসিবি’র তালিকাভূক্ত ১২,৩৫৬জন কার্ডধারীদের মধ্যে এ যাবত সাড়ে ৮ হাজার টাকা নাগরিক ফ্যামিলি স্মার্ট কার্ড পেলো। আগামীতে নতুন করে আবার আসলে তাদেরকেও মোবাইলের মাধ্যমে ডেকে বিতরণ করা হবে। এখন অপেক্ষার পালা

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button