স্থানীয় সংবাদ

ভবিষ্যতেও সাধ্যনুযায়ী শ্রমজীবী মানুষের দুদর্শা লাঘবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মতৎপরতা অব্যাহত থাকবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

# সুবিধা বঞ্চিত দর্জি শ্রমিকদের মাঝে সেলাই মেশিন বিতরণ #

স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, বর্তমান সমাজের অর্থব্যবস্থার একটি লক্ষ্যণীয় দিক হলো-একদিকে মুষ্টিমেয় মানুষের কাছে অধিক সম্পদ রক্ষিত; আবার অন্যদিকে বেশিরভাগ মানুষ মিলে ভোগ করছে সামান্য সম্পদ। অর্থাৎ ধনীরা আরও ধনী হচ্ছে আর গরীব আরও নিস্ব হচ্ছে। অথচ কুরআন-হাদিসে দারিদ্র্যের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে ধনীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মানবজীবনে সম্ভাব্য যত সমস্যা হতে পারে এর সব সমাধানই ইসলাম দিয়েছে। যেমন দারিদ্র্য প্রত্যেক সমাজের একটি মারাত্মক সমস্যা। দারিদ্র্য নিরসনের কার্যকরী নির্দেশনা ইসলাম দিয়েছে এমনকি রাসূল (সা.) তিনি কাউকে ভিক্ষা দেওয়ার চেয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াকে বেশি পছন্দ করতেন।তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আর্ত-মানবতার কল্যাণে এবং নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও সাধ্যনুযায়ী শ্রমজীবি মানুষের দুদর্শা লাগভে ফেডারেশনের কর্মতৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে খুলনা সদর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পুরাতন রেলস্টেশন সংলগ্ন বড় বাজার কার্যালয়ে সুবিধা বঞ্চিত দর্জি শ্রমিকদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা সদর থানা সভাপতি কাজী মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফরাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, রেলওয়ের শ্রমিক নেতা সাইফুল ইসলাম, জামায়াত নেতা মল্লিক মামুন। এ সময় অন্যান্যের মধ্যে শ্রমিক নেতা সাদ্দাম হোসেন, সুমন হোসেন, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আল মামুন, ফরজান আহমেদ, আব্দুর রশিদ, বুলবুল, রমজান, শাহিন, আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগরী সেক্রেটারি আরও বলেন, দেশ ও সমাজ যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এই সমাজ পরিবর্তন করতেই হবে। এই সমাজকে সত্যিকার অর্থে ঘুণে পোকা খেয়ে শেষ করে দিয়েছে। এই সমাজ বাহ্যিক মোড়কের ওপর টিকে আছে। যা যেকোনো মুহূর্তে ধসে যাবে। সমাজের কোনো একটা দিক সুস্থ আছে তা বলা যাবে না। গোটা সমাজ দেহকে অসুস্থ করে দিয়েছে বর্তমান পরিবেশ। এটি জনগণ ও সরকার কারো জন্য কল্যাণকর নয়। তিনি বলেন, শ্রমিক ময়দানে হাজারো সমস্যা রয়েছে। যুগ যুগ ধরে এখানে শোষণ-বঞ্চনা ও ব্যাপক দুর্নীতি চলছে। ফলে শ্রমিকরা যেমন তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তেমনিভাবে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক মানুষ দুনিয়াবী স্বার্থের জন্য শ্রমিকদের ও দেশকে বঞ্চিত করছে। আমরা এই সকল মানুষদের রোষাণল থেকে শ্রমিকদের রক্ষা করতে চাই।
আজিজুল ইসলাম ফারাজী বলেন, আমাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা মনে করি সুবিধাবঞ্চিত শ্রমিকদের পাশে থাকা দরকার। তারই অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই আয়োজন আজকেই শেষ নয়। এটা ধারাবাহিকভাবে চলবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল ভালো কাজে শ্রমিকদের পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button