স্থানীয় সংবাদ

রূপসায় ব্যবসায়ী কিবরিয়া গুলিবিদ্ধের নেপথ্যে বি-কোম্পানীর মাদক ও বালি ব্যবসার লেনদেন!

মামলার প্রস্তুতি চলমান

স্টাফ রিপোর্টার : পূর্ব রূপসায় ঘের ব্যবসায়ী মো. গোলাম কিবরিয়াকে (৪৫) গুলি করে হত্যার চেষ্টার নেপথ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানী। তারা মাদক ও বালি ব্যবসায়িক লেনদেনের কারণে কিবরিয়াকে গুলি করে হত্যার চেষ্টা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। র‌্যাবের ক্রসফায়ারে নিহত রূপসার সাবেক ইউপি চেয়ারম্যান মিনা কামালের অন্যতম সহযোগী ছিলেন গুলিবিদ্ধ এ কিবরিয়া।
এর আগে শনিবার (৩০ আগষ্ট) রাত আড়াইটার দিকে রূপসা থানাধীন বাগমারা রুহুল আমিন সড়ক সংলগ্ন জাহানাবাদ মাছ কোম্পানীস্থ লাভলু হোটেলের সন্নিকটে ঘটনাটি ঘটে। সন্ত্রাসীরা রাতে তাকে গুলি করে পালিয়ে যায়। আহত কিবরিয়া উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আক্কেল আলী মুন্সির ছেলে। রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা শেষে তাকে বর্তমানে নিজ বাড়িতে আনা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, রাত আড়াইটার দিকে আহত কিবরিয়া নিজ বাড়ি থেকে মাছ ঘরে যাওয়ার সময় দু’টি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার থুতনির নিচে লাগে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে বি-কোম্পানীর দেওয়া অবৈধ ইয়াবা বিক্রি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা- করে আসছিলো। হটাৎ করে বি-কোম্পানীর মাদক এবং বালি বিক্রির অর্থ ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাদের নিজেদের মধ্যে কলহ-বিবাদ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই কিবরিয়া গুলিবিদ্ধ হয়।
এ ব্যাপারে আহত কিবরিয়ার পরিবারকে মুঠো ফোনে বিষয়টি জানতে বার বার ফোন করা হলেও রিসিভ করেননি।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বি-কোম্পানীর সাথে কিবরিয়ার মাদক ও বালি ব্যবসায়িক লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাত আড়াইটার দিকে কিবরিয়া গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ এবং মামলা করেনি। তবে মামলার জন্য লোকও পাঠিয়েছিলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button