ফকিরহাটে এবার নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এবার নিজ মেয়েকে ধর্ষন করেছে আল মাহামুদ শেখ (৪০) নামের একজন স্বভাব লম্পট পিতা। নিজের ১৪ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে আল মাহমুদ শেখ কে গ্রেফতার করেছে পুলিশ। মাহমুদ শেখ পেশায় একজন নছিমন চালক। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী মেয়ে বুধবার ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় পিতার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার বরাত দিয়ে ফকিরহাট থানা পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে মাহমুদ শেখ তার মেয়েকে শরীর ম্যাসেজ করার কথা বলে ঘরে ডেকে নেন। এ সময় তিনি মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। মেয়েটির মা দীর্ঘদিন আগে মাহমুদ শেখকে ছেড়ে অন্যত্র চলে গেছেন, এবং ঘটনার সময় মেয়েটি বাড়িতে একা ছিল। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত মাহমুদ শেখকে গ্রেফতার করেছে। ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, “ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আল মাহমুদ শেখকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।