খালিশপুর থানায় নবাগত ওসির যোগদান

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অর্ন্তভুক্ত খালিশপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মঙ্গলবার দুপুর আনুষ্ঠানিক ভাবে কর্মস্থলে যোগদান করেছেন মীর আতাহার আলী। সর্বশেষ তিনি দৌলতপুর থানার অফিসার ইনর্চাজ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। খালিশপুর থানায় সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, পুলিশ জনগনের সেবক। জনগনের সেবা প্রদান করাই পুলিশের মূল কাজ। বিগত দিনগুলোতে জনগনের মাঝে পুলিশের কার্যক্রম নিয়ে নানাবিধ প্রশ্ন রয়েছে। পুলিশের বে-আইনিভাবে ক্ষমতা প্রয়োগ, নিরপোরাধ মানুষকে মামলায় জড়ানো, নিরপেক্ষ না থেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা, মামলাসহ বিভিন্ন পুলিশি তদন্তে ধীরগতি ও পক্ষপাতিত্বসহ বিবিধ বিষয় নিয়ে। আমি আপনাদের সকলের কাছে সহযোগীতা চাই। বিগত দিনগুলোতে পুলিশের কর্মকান্ডের ব্যাপারে সাধারন মানুষের যে ধরনের অভিযোগ রয়েছে, সেই জায়গাগুলো হতে ঘুরে দাঁড়াতে। পুলিশ যেন জনগনের সেবক হিসাবে সততা, নিষ্ঠা ও দায়িত্বের সাথে অর্পিত দায়িত যথাযথ ভাবে পালন করতে পারে, সে ব্যাপারে সকলের কাছে সহযোগীতা কামনা করছি। আমার সর্ব্বোচ প্রচেষ্টা থাকবে খালিশপুর থানাকে যেন জনগনের ভরসাস্থল হিসাবে গড়ে তুলতে পারি। তিনি আরো জানান, মাদক নিয়ন্ত্রন ও নিমূলের লক্ষে কাজ করবো, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। পাশাপাশি কেবলমাত্র মাদক নয় বরং থানাধীন এলাকায় সন্ত্রাস, অপসম্প্রদায়িক বিরোধী কর্মকান্ড, চুরি-ছিনতাইসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে খালিশপুর থানা পুলিশ দায়িত্বের সাথে কাজ করবে। খালিশপুর থানায় তার নতুন কর্মস্থলে যোগদানের পর থানার কর্মরত পুলিশ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।