স্থানীয় সংবাদ

কচুয়ায় আওয়ামী লীগ নেতাসহ ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়ায় অপরাধমুলক ঘটনা সৃষ্টির এক বছরের ও বেশী সময় পর ৮০ বছরের এক বৃদ্ধ বাদী হয়ে কারাগারে বন্দি উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবুসহ ৯৮ জনের নাম-পরিচয় উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার সকালে বাদীর এজাহারের আবেদন পেয়ে মামলা রেকর্ডসহ কারাগারে বন্ধি উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবু কে এ মামলায় শ্যোন এরেষ্ট করতে মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই জামিনুর রহমান আদালতে আবেদন করেছেন। কচুয়া থানা পুলিশ জানায়, ২০২৪ এর ৩ আগষ্ট উপজেলার সাইনবোর্ড বাজারের ওসমান ফিলিং ষ্টেশনের সামনে রাস্তায় ছাত্র-জনতার আন্দোলন নস্যাত করতে এবং‘ সরকারী স্থাপনা ধবংস করার চেষ্টা করে আসামীরা । বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে পরামর্শ করে উপজেলার আড়িয়ামর্দন গ্রামের মো ছালাম শেখ (৮০) বাদী হয়ে থানায় এ মামলাটি করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একাধিক ধারায় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকন, সিকদার কামরুল হাচান কচি, কারাগারে বন্দি সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, বাধাল ইউপি চেয়ারম্যান অহিদ নকিব, আওয়ামী লীগ দলীয় ঠিকাদার গোলাম শোকরানা আজাদ বালী, তার ছেলে শাওন বালী, মিল্টন ফকির, ভুইয়া মনিরুল ইসলাম, শেখ সুমন, সুজন দিদারসহ ৯৮ জনের নাম পরিচয় উল্লেখসহ অজ্ঞাত নামা আরো এক থেকে দেড়শ জনের বিরুদ্ধে মামলা করেন। কচুয়া থানার ওসি শামীম আহম্মেদ খান বলেন, এ মামলায় এজাহার নামীয় একজন আসামী অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছে। আর বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button