বাগেরহাটের মোল্লাহাটে মহাসড়কে এক যুবককে লক্ষ করে গুলিবর্ষণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মহাসড়কে দুর্বৃত্তররা উজ্জ্বল মহন্ত (৩৫) নামে এক যুবক কে লক্ষ করে গুলি বর্ষন করেছে। মঙ্গলবার রাতে এ ঘটনার পর উজ্জল কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, মোল্লাহাট উপজেলার চাউলটুরি গ্রামের মনোরঞ্জন মহন্ত’র ছেলে উজ্জ্বল মহন্ত ওই সময় স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল চালিয়ে বাড়ীতে ফিরছিলেন। এ অবস্থায় উপজেলার ঢাকা -খুলনা মহাসড়কের সাত কিলো ব্রিজ এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থামানোর জন্য বলে। তিনি মটরসাইকেল না থামিয়ে দ্রুত চালাতে গেলে দুবৃর্ত্তরা গুলি ছোড়ে। এতে উজ্জ্বল মহন্ত গুলিবিদ্ধ হন এবং তার স্ত্রীও মটরসাইকেল থেকে পড়ে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উজ্জ্বল মহন্ত চিকিৎসাধীন রয়েছেন। রাস্তায় গুলি বর্ষনের খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে থানার ওসি মো. ফজলুল হক বলেন, ওই সময় দুর্গা পূজার ডিউটির কারণে কাছের এক মন্দিরে অবস্থান করছিলাম। মোবাইল ফোনে খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। তার আগেই দুবৃর্ত্তরা পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে। গুলিবিদ্ধ উজ্জল মহন্ত বা তার পরিবার থেকে বুধবার বিকেল পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।