মোল্লাহাটে ছিনতাইকারীদের গুলিতে যুবক আহত

মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ছিনতাইকারীদের গুলিতে উজ্জ্বল মহন্ত (৩৮) নামে এক যুবক ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০) সেপ্টেম্বর সাড়ে সাত টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাত কিলো ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।
আহত উজ্জ্বল মোল্লাহাট উপজেলার চাউলটুরি গ্রামের মনোরঞ্জনের ছেলে।
গুলিবিদ্ধ উজ্জ্বল জানান, চাকরির সুবাদে তারা খুলনার বটিয়াঘাটায় বসত করেন। পুজার ছুটিতে কাটাতে স্ত্রীকে নিয়ে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাতকিলো ব্রিজ এলাকায় পৌঁছালে ৩ জন ছিনতাইকারী অস্ত্র হাতে তাদের পথ রোধ করে মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দেয়। তাদের হাতে পিস্তল দেখে উজ্জ্বল দ্রুত গতিতে চলতে শুরু করে। এসময় ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে উজ্জ্বলের স্ত্রীর ডান হাতের আঙ্গুল ভেদ করে উজ্জ্বলের ডান হাতের বগলের নিচে গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুলি বিদ্ধ উজ্জ্বলের হাতে সফল অস্ত্রপাচার করা হয়েছে। তারা দুজন ই আশঙ্কা মুক্ত।
এবিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।