স্থানীয় সংবাদ
নগরীতে এসিড পান করে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় এসিড পান করে আত্মহত্যা করেছেন আব্দুর রহমান মিলন (৪৫)। তিনি সোনাডাঙ্গা থানার শেখপাড়া বাগানবাড়ি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। একাধিকবার বিভিন্ন রিহ্যাবে চিকিৎসা নিলেও সুস্থ হতে পারেননি। সর্বশেষ দুই সপ্তাহ আগে তিনি রিহ্যাব থেকে বাড়ি ফেরেন। মাদকাসক্তির কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জানান, রাত আটটার দিকে মিলন এসিড পান করেন। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।