স্থানীয় সংবাদ

দৌলতপুরে ঘুমন্ত যুবক হত্যার ঘটনায় মামলা

# অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে নিহতের পিতার মামলা দায়ের, আটক নাই #
# খুনের রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি: পরিবারের #

স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুর মহেশ^রপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন ঘোষপাড়া এলাকার যুবক তানভীর হাসান শুভ (২৮)’র খুনের ঘটনায় বুধবার (১ অক্টোবর) রাতে তার পিতা মো. আবুল বাশার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, (মামলা নং-১) বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। এছাড়াও খুনের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামী গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন সংশিষ্টরা।।
এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ^রপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন ঘোষপাড়াস্থ নিজ বসতবাড়ীর পেছনের জানালার ফাঁক দিয়ে তানভীর হাসান শুভকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন দুর্বৃত্তরা। ওই শয়ণকক্ষে নিহত শুভ, তার এবং ছোট ভাই পাশাপাশি ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা শুভকে টার্গেট করে গুলি ছুঁড়ে, তাদের গুলিতে মাথার তালু ও বাম হাতের বাহু গুলিবিদ্ধ হয়। আশংঙ্কা জনক অবস্থায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের সহযোগীতায় তাকে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার (১ অক্টোবর) সকালে খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যান। প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পবিরারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। আসরের নামাযের পর পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়। এজহারে বাদী উল্লেখ করেন, তার পুত্র তানভীর হাসান শুভকে অজ্ঞাতনামা আসামীরা পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে তার ছেলের হত্যাকারীকে শণাক্ত ও খুনের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের জোরালে হস্তক্ষপ কামনা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই বদিউর রহমান জানান, খুনের ঘটনার বিভিন্ন আলামত, তথ্য ও বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু করেছি। খুনের কারণ ও জড়িতদের গ্রেপ্তারে আমরা কাজ করছি। এখন পর্যন্ত খুনের ঘটনায় সম্পৃক্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বিশ^াস রাখি, তদন্তে ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারে সক্ষম হবো।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, খুনের ঘটনার বিভিন্ন বিষয়কে সামনে রেখে আমরা তদন্ত শুরু করেছি। খুনের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে আামাদের বিভিন্ন টিম কাজ করছে। আমরা কিছু তথ্য পেয়েছি, ওই তথ্যের ভিত্তিতে কাজ করছি, আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে খুনের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হবো।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button