স্থানীয় সংবাদ

জান্নাতের টিকিট বিক্রেতাদের ব্যাপারে সকলে সর্তক থাকতে হবে: তুহিন

# ২০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া। জনগণকে জানাতে হবে-বিএনপি জনগণের দল, আর এই দলই গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনবে। সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। বিভাজন বা ভ্রান্ত প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সকলকে রাজপথে সক্রিয় থাকতে হবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ২০ ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, যারা সাধারণ মানুষকে ভোটের আশায় জান্নাতের টিকিট দিচ্ছে-তারা আসলে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। এদের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে। এ দেশের জনগণ বারবার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছে, স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করবে না। তাই ধানের শীষের বিজয় শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়, বরং তা হবে গণতন্ত্রের জয় এবং জনগণের মুক্তির নিশ্চয়তা। তিনি আরো বলেন, খুলনার মাটি বিএনপির ঘাঁটি। এখানের জনগণ আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে এবং সব সময় গণতন্ত্রের পক্ষে ছিল। তাই খুলনার জনগণ আবারও ধানের শীষের পক্ষে রায় দিয়ে প্রমাণ করবে- এই নগরীর মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, মোঃ আসাদুজ্জামান আসাদ, ইকবাল বাপ্পি, আবুল আবুল ওয়ারা, মীর মোসলে উদ্দিন বাবর, মক্কার মীর, কাজী নুর মোহাম্মদ, মীর মোসলেউদ্দিন বাবর, এনামুল কোভিদ, হাওলাদার শফিকুল ইসলাম, মোল্লা মিজান, আবুল কালাম সাবু, খন্দকার আজাদ, মাসুদ পারভেজ বাবু, সাবু খন্দকার, শামসুল হুদা জাহিদ, গোলাম রসুল রনি, আমিন হোসেন মিঠু, মোহাম্মদ আতিয়ার রহমান, রিপন সিকদার, নুর আলম, সুলতানা পারভিন রজনী, ফারহানা আক্তার লিপি, রেশমা আক্তার প্রমূখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button