স্থানীয় সংবাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে —-অধ্যাপক মাহফুজুর রহমান

# খুলনা-৩ আসনের যুব ভোটার প্রতিনিধি সমাবেশ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আগামীর সংসদ পরিচালিত হবে কুরআনের আইন দ্বারা। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত এবং ন্যায় ও ইনসাফ ও জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনে যুবকদের এগিয়ে আসার আহবান জানান। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কে অবস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী কার্যালয় চত্বরে খুলনা-৩ আসনের যুব ভোটার প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মুকাররম বিল্লাহ আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার হোসেন আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সহ সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, জাহিদুল ইসলাম, জামায়াত নেতা মওলানা মহিউদ্দিন, ফিরোজ আহমেদ তুহিন, ইসমাঈল হোসেন পারভেজ, ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, দেলোয়ার হোসাইন, আরিফ বিল্লাহ, মাঞ্জারুল ইসলাম, রেজাউল কবির প্রমুখ।
অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আজকের যুব সমাজই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় ¯্রােতের গতিধারাও পরিবর্তন হয়ে যায়। তিনি দেশে চলমান রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, দেশ ও জাতি এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় দেশ ও জাতির সত্যিকার মুক্তির জন্য যুবকদের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। অন্যথায় আমাদের মুক্তি মিলবে না।
মহানগরী আমীর বলেন, মূলত সুশাসনের অভাবেই আমাদের দেশের যুব সমাজের মধ্যে অবক্ষয়ের জয়জয়কার শুরু হয়েছে। যুবসমাজের একটি বৃহৎ অংশ আজ মাদকাসক্ত। জামায়াতে ইসলামী মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, টেন্ডারবাজীমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে আমাদের যুব সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের অবক্ষয়িত যুব সমাজের ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ সৃষ্টিতে কাজ করতে হবে নিরলসভাবে।
তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আজকের যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাই নির্বাচনের সময় কারো ঘরে বসে থাকার সুযোগ নেই বরং ময়দানে সর্বশক্তি নিয়োগ করে নগরীর প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে সকলের প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button