স্থানীয় সংবাদ

বাগেরহাটে এবার জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা ১২ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জমি নিয়ে পুর্ব বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে কালাম খান (৪৮) নামের একজন কৃষক হত্যা হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া এলাকায় ওই কৃষক ও তার ভাইয়ের উপর হামলা হয়। পরে তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক কালাম খানকে মৃত ঘোষনা করেন। অবস্থা গুরুতর হওয়ায় নিহতের ভাই লুৎফর খানকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে এবং রবিবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরন করে। নিহত কালাম খান উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে। এলাকাবাসী জানায়, গাছ থেকে সুপারি পাড়া কে কেন্দ্র করে একই বংশের সোহেল খান ও নিহত কালাম খানের পরিবারের লোকদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। সোহেল খান ও তার লোকজন কালাম খান এবং তার বড় ভাই লুৎফর খানকে মারপিট করে। এদের মধ্যে কালাম খান মারা গেছেন। লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কালাম খানের ছেলে মো. রাব্বি খান বলেন, শনিবার সন্ধ্যার দিকে আমার পিতা ও চাচা ওষুধ আনতে বাজারে যান। বাজার থেকে সোহেল খান লোকজন নিয়ে তাঁদের ধরে নিয়ে যায়। এলাকার মাখসুদ মাওলানা, মনু খাঁ, খবিরসহ ২৫/৩০ জন মিলে আমার পিতা ও চাচাকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করছে। এ ঘটনায় নিহতের ছেলে মিঠু খান বাদী হয়ে রবিবার বিকেলে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সোহেলখানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি মোঃ মতলুবর রহমান বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকা শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button