বাগেরহাটে বিএনপি নেতা সংবাদ কর্মী হায়াতের দাফন সম্পন্ন : মামলা ও গ্রেফতার নাই

বাগেরহাট প্রতিনিধি ঃ
সন্ত্রাসী,মাদক বিক্রেতা ও সেবনকারীদের নিরাপদ জোন বাগেরহাট জেলা শহরের হাড়ীখালী এলাকায় প্রকাশ্য জনস্মুখে নিজ দলীয় চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া বিএনপি নেতা ও সংবাদকর্মী এএসএম হায়াত উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাতে শহরের উত্তর হাড়ীখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজাশেষে তার নিজ বাড়ীর কবর স্থানে দাফন করা হয়। জানাজায় বিএনপি দলীয় জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হন। এ দিকে রবিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত হায়াত উদ্দিন কে হত্যার ঘটনায় থানা কোন মামলা হয়নি। কোন দুবৃর্ত্তও গ্রেফতার হয় নাই বলে জানান বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাহামুদ-উল হাসান। তবে মামলা প্রক্রিয়াধিন আছে। পুর্ব-বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় হায়াত উদ্দিন কে তার বাসার কাছে হাড়ীখালি মোড়ের চায়ের দোকানে সামনে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ী দিয়ে পিটিয়ে হত্যা করে। প্রর্ত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে ৪/৫ জন ধারালো অস্ত্র ও হাতুড়ী দিয়ে হামলা চালায়। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন এলাকার মাদক বিক্রেতাদের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় সন্ত্রাসীরা আমার স্বামীকে হত্যা করেছে। খুনিদের কঠোর শাস্তি চাই। নিহতের মাতা হাসিনা বেগম অভিযোগ করে বলেন, কিছুদিন আগে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের বাড়ীতে হামলা করে। আমার ছেলেকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দিলেও থানা পুলিশ আইনগত কোন পদক্ষেপ নেয় নি। থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিলে হয়তঃ ওই সন্ত্রাসীরা এ ভাবে হত্যা করতে পারত না। হায়াত উদ্দিন কে হত্যার বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার বাগেরহাট এস.এম. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এক সন্দেহভাজন হিসাবে ইসলাইল মোল্লা নামের একজন কে সনাক্ত করা হয়েছে। তদন্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।