রূপসায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার : কারাগারে প্রেরণ

বিএনপি নেতার নানা অভিযোগ
এলাকায় স্বস্তির নিশ্বাস!
স্টাফ রিপোর্টার : খুলনা জেলা যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ও রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য আকলিমা খাতুন তুলিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার চেষ্টা এবং অনলাইনে প্রচারণার সম্পৃক্ততার অভিযোগে রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার আইচগাতি ইউনিয়নের ৪নং সিংহের চর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুত্রে জানা যায়, আকলিমা তুলি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি রূপসা থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগে রূপসা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এব্যাপারে রূপসা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সবুর রাজিব বলেন, রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি আকলিমা খাতুন তুলি একটা ধুরন্দর টাউট ও চরিত্রহীন প্রকৃতির। এই তুলি ফ্যাসিস্ট আওয়ামীগের বিনা ভোটের মেম্বর। সে এলাকার সাধারণ অসহায় গরীব-দুঃখী মানুষের কাছ থেকে সরকারী টিউবওয়েল, ভিজিডি কার্ডসহ ইউনিয়ন পরিষদে আশা বিভিন্ন সরকারি অনুদান দেওয়ার কথা বলে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি এলাকার বিভিন্ন দোকান থেকে বাকি মালামাল ক্রয় করে টাকা না দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলো। পুলিশ টাউট তুলিকে আটকের পর এলাকায় স্বস্তির নিশ্বাস ফিরেছে।