নৌ-পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ ৬ অক্টোবর খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের সভা কক্ষে নবনির্বাচিত (২০২৫-২৬ ও ২০২৬- ২৭) কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠিত হয়। উক্ত শপথ অনুষ্ঠানে প্রশাসক মোঃ হুসাইন সাওকাত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ) সন্ধ্যা ৭টায় উপস্থিত হন এবং যথারীতি সময়মতো শপথ অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠান শুরুর পূর্বেই নবনির্বাচিত কমিটি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী উভয় প্যানেল এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসক নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান এবং তার দায়িত্বকালীন সময়ের আয় ব্যয় সহ অন্যান্য সকল নথিপত্র নবনির্বাচিত কমিটিকে বুঝিয়ে দেন। নি¤েœ নবনির্বাচিত কমিটির তালিকা প্রদত্ত হইল সভাপতি- সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি- মোঃ কামাল হোসেন, সহ- সভাপতি-কাজী ফেরদৌস হোসেন, মহাসচিব- মোঃ মফিজুর রহমান, যুগ্ম- মহাসচিব-মোঃ শাহাদাত হোসেন মল্লিক, যুগ্ম- মহাসচিব- বেগ মফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ- মোঃ ওসমান গনি, পরিচালক- মোঃ জুবায়ের হোসেন, পরিচালক- মোঃ ফারুক আহমেদ খান, পরিচালক-জনাব এম এম আসাদুজ্জামান, পরিচালক- আব্দুল মতিন তালুকদার, পরিচালক – এস এম আসিফ মঈন, পরিচালক- মোঃ শামীম তালুকদার, পরিচালক- মোঃ শামীম হোসেন, পরিচালক- মোঃ জুবায়ের রহমান মিয়া, পরিচালক- বশির উদ্দিন আহমেদ, পরিচালক- মোঃ শফিকুল ইসলাম, পরিচালক- কে এম আব্দুল সালাম, পরিচালক- এস কে তানজিম আহমেদ ফারিন।